পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Xe প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [১২ অধ্যায় । ১২ অধ্যায় । ১ হেরোদ রাজকর্তৃক পিতরের কারাগারে বন্ধন ও দৃভদ্বারা তাহার 5.ক্তি ১২ ও মরিয়মের বাটীতে পিতরের গমন ও প্রহরিগণকে বধ করিডে হেরোদের আজ্ঞা ২ • ও অহঙ্কার প্রযুক্ত হেরোদ রাজার বিনাশ ও ঈশ্বরের কথা সফল হওন । তৎকালে হেরোদ রাজা মণ্ডলীর কএক জনকে দুঃখ দিতে ধরিল ; বিশেষতঃ যোহনের সহোদর য খড়গাঘাতে বধ করিল । তাছাতে যিহুদীয়ের সন্তুষ্ট ছইল, ইছা দেখিয়া সে পিতরকেও ধরিতে উপক্রম করিল । তৎকালে তাষ্ট্ৰীশূন্য রুটার পর্ব দিন উপস্থিত হইল ; অতএব পৰ্ব্ব গত হইলে লোকদের সাক্ষাতে তাহাকে বাহির করিয়া আনিব, ইহা মনস্থ করিয়া সে তাহাকে ধরাইয়। প্রত্যেক দলে চারি জন, এমত চারি দল প্রহরির নিকটে রক্ষার্থে সমর্পণ করিয়া কারাগারে রাখিল ৷ কিন্তু পিতর কারাগারস্থ হওয়াতে তাহার নিমিত্তে মণ্ডলীর লোকের অবিশ্রামে ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতেছিল । পরে হেরোদ তাহাকে বাহিরে আনাইতে উদ্যত হইলে সেই রাত্রিতে পিতর দুই জন প্রহরির মধ্যস্থানে দুই শৃঙ্খলেতে বদ্ধ হইয়া নিদ্রিত ছিল, এবং দেবারিক সকল কারাগারের সম্মুখে থাকিয়। দ্বার রক্ষা করিতেছিল; এমন সময়ে পরমেশ্বরের দুত উপস্থিত হইলে কারাগার দীপ্তিময় হইল, এবং সেই দূত পিতরের কুক্ষিদেশে আঘাত করণপূর্বক তাহাকে জাগ্রৎ করিয়া কহিল, শীঘ্ৰ উঠ ; তাহাতে তাছার হস্তহইতে শৃঙ্খল খসিয়া পড়িল । পরে সেই দুত তাছকে কহিল, কটি বন্ধন করিয়া পায়েতে পাদুকা দেও ; সে তাহা করিলে পর দূত তাহাকে কহিল, গা 410