পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 「 8)○ ১৩ অধ্যায় । ১ অন্য দেশীয়দের প্রতি বর্ণকা ও শৌলকে প্রেরণ করণ ৪ ও সর্জিয় পৌল ও মায়াবি যীশুর বিবরণ ১৩ ও অান্তিয়থিয়া নগরে পৌলদ্বার স্ত্রীষ্টের কথা প্রচার ২১ ও পরিত্রাণের কথা গ্রাহ্য করিডে তাহার বিনয় ৪২ ও অনেক লোকের কথা গুহিত করণ ৪৪ ও যিহুদীয় লোকদের বিপরীত হওন। ১ অপর বর্ণকা, ও শিমোন, অর্থাৎ যাহাকে নিগ্র বলে, এবং কুরীণীয় লুকিয়, এবং হেরোদ রাজার সহিত বিদ্যাভ্যাস করিয়াছিল যে মিনহেম্, এবং শেল ইত্যাদি কএক জন ভবিষ্যদ্বক্তা অথচ উপদেশক আণন্তিয় ২ খিয়া নগরস্থ মণ্ডলীতে থাকিল । এবং যে সময়ে তাহারা উপবাস করণ পূর্বক প্রভুর সেবা করিতেছিল, এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, যে কৰ্ম্মে আমি বর্ণব ও শৌলকে নিযুক্ত করিয়াছি, সে কৰ্ম্ম করিতে ৩ তাহাদিগকে পৃথক করিয়া দেও ! তাহাতে তাহারা উপবাস ও প্রার্থনা করিলে পর তাহীদের গাত্রেতে হস্তাপণ করিয়া তাহাদিগকে বিদায় করিল ৷ ৪ পরে তাহার। পবিত্র আত্মাকর্তৃক প্রেরিত হইয়। সিলুকিয় নগরে উপস্থিত হইয়া সমুদ্রপথ দিয়া কুপ্র উ ৫ পদ্বীপে গমন করিল । এবং সালামী নগরে উপস্থিত হইয়। সে স্থানে যিদুদীয়দের ভজনালয়ে গিয়া ঈশ্বরের কথা প্রচার করিতে লাগিল ; এবং যোহনও তা ৬ হাদের সহচর হইল। এই ৰূপে তাহারা ঐ উপদ্বীপের সৰ্ব্বত্র ভ্রমণ করিতে ২ পাফঃ নগর পর্য্যন্ত উপস্থিত হইলে সুবিবেচক সর্জিয় পোল নামে তদেশের অধ্যক্ষের সহিত যে ভবিষ্যদ্বক্তৃবেশধারি বর্যীশু নামে এক জন মায়াবী যিহুদীয় লোক ছিল, তাছার সাক্ষাৎ পাইল । 413