পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8.98 প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১৩ অধ্যায় । পরে ঐ দেশাধ্যক্ষ ঈশ্বরের কথা শুনিতে বাঞ্ছা করি য়। শোল ও বর্ণকাকে নিমন্ত্রণ করিল। কিন্তু ইলুম, ৮ যাহাকে ভাষা ভঙ্গ করিলে মায়াবী বলে, সে ব্যক্তি তাহাদের বিপক্ষ হইয়া দেশাধ্যক্ষকে ধৰ্ম্মপথহইতে বহির্ভূত করিতে যত্ন করিল । তাহাতে শোল অর্থাৎ পৌল পবিত্র আত্মাতে পরিপূর্ণ হইয়া সেই মায়াবির প্রতি একদৃষ্টি করিয়া কহিল, হে ধৰ্ম্মদ্বেষি, ও কুটিলতাতে ও দুস্কৃতিতে পরিপূর্ণ শয়তানের আত্মজ, তুমি প্রভূর সত্য পথের বিপৰ্য্যয় করিতে কি নিবৃত্ত হইব। না ? এখন তোমার সমুচিত করবেন, তাহাতে কিছু দিন অন্ধ হইয়। সূৰ্য্যকেও দেখিতে পাইব না । তৎক্ষণাৎ কুজৰাটিক ও অন্ধকার তাহার দৃষ্টিকে আচ্ছন্ন করাতে তাহার হস্ত ধরিবার লোক তত্ব করিতে সে ইতস্ততে ভ্রমণ করিল । এই ঘটনা দেখিয়া ঐ দেশধ্যক্ষ প্রভুর উপদেশে বিস্ময়াপন্ন হইয়া বিশ্বাস করিল। তদনন্তর পৌল ও তাহার সঙ্গিগণ পাফঃ নগরহইতে জাহাজ খুলিয়া পম্ফুলিয়। দেশীয় পর্গা নগরেতে গেল; কিন্তু যোহন তাহদের নিকটহইতে যাইয়। যিৰূশালমে প্রত্যাগমন করিল । পরন্তু তাহারা পগাহইতে যাত্রা করিয়৷ পিষিদিয়া দেশের অন্তিয়খিয়া নগরে উপস্থিত হইলে পর বিশ্রামবারে ভজনালয়ে প্রবেশ করিয়া বসিল । ব্যবস্থা ও ভবিষ্যদ্বাক্য পাঠ হইলে, হে ভ্ৰাতারা, লোকদের প্রতি তোমাদের কোন উপদেশকথা যদি থাকে, তবে তাহ বল, ঐ ভজনালয়ের অধ্যক্ষের। তাহণদের নিকটে এই কথা কহিয়া পাঠাইল । অতএব পোল দাড়াইয়। হস্তদ্বারা সঙ্কেত করিয়া কহিতে লাগিল; 4.14 X > > R > N○ X 3 X (t × V)