পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8為br প্রেরতদের ক্রিয়ার বিবরণ। ১৩ অধ্যায়।] গমন করিল ; তাঙ্গতে তাহার। তাছাদের সঙ্গে কথোপকথন করিয়া ঈশ্বরের অনুগ্রহুেতে আশ্রয় করিয়া থাকিতে তাহাদিগকে প্রবৃত্তি দিল । অনন্তর পর বিশ্রামবারে নগরের প্রায় তাবৎ লোক ঈশ্বরের কথা শুনিতে একত্র হইল ; কিন্তু যিহুদীয় লোকের জনতাকে দেখিয় ঈর্ষাতে পরিপূর্ণ হইয়া, বিপরীত কথা কহন এবং ঈশ্বরের নিন্দ করণ পূৰ্ব্বক পোলের উক্ত কথা খণ্ডন করিবার চেষ্টা করিল । তাহাতে পৌল ও বর্ণব সাহস করিয়া কছিল, প্রথমে তোমাদের নিকটে ঈশ্বরের কথা প্রচার করা উচিত ছিল বটে, কিন্তু তাহা অগ্রাহ করাতে তোমরা আপনাদিগকে অনন্ত পরমায়ুর অযোগ্য দেখাইতেছ, এই জন্যে আমরা অন্যদেশীয় লোকদের নিকটে কথা কহিব ৷ পরমেশ্বর অামাদিগকে এমন অজ্ঞা দিয়াছেন, যথা, “ আমি তোমাকে অন্যদেশীয়দের দীপ্তিস্ব“ৰূপ ও পৃথিবীর সীমাপৰ্য্যন্ত পরিত্রাণস্বৰূপ করিব।” এমন কথা শুনিয়া অন্যদেশীয়েরা আহল্লাদিত হইয়। প্রভুর কথাতে ধন্য২ করিতে লাগিল ; এবং যত লোক পরমায়ু প্রাপ্তির নিমিত্তে নিৰূপিত ছিল, তাহারা বিশ্বাস করিল । এই ৰূপে দেশ সমুদয়ে প্রভুর বাক্য ব্যাপিয়া গেল । কিন্তু যিহুদীয়ের ভক্ত ও সন্তান্ত কএক স্ত্রীলোককে ও নগরের প্রধান পুরুষদিগকে কুপ্রবৃত্তি দিয়া পোলকে ও বর্ণববাকে তাড়ন করিয়া সে অঞ্চলহইতে দূর করিয়া দিল । অতএব তাহারা আপনাদের পদের ধূলা তাহদের প্রতিকুলে ঝাড়িয়া দিয়া ইকনিয় নগরেতে গেল । এবং শিষ্যগণ অ1নন্দেতে ও পবিত্র আত্মাতে পরিপূর্ণ হইল । 4 18 8 3 8 (t 8 V, 8 영 8し* 8 No (o o 6 o' ( R.