পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8、 প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [১৫ অধ্যায়। কে বিশ্বাসৰূপ দ্বার খুলিয়া দিয়াছিলেন, এ সমস্ত বিবরণ তাহাদিগকে জানাইল । পরে তাহার শিষ্যদের সহিত সে স্থানে অনেক দিন পৰ্য্যন্ত বাস করিল। ১৫ অধ্যায় । ১ অক্ছেদের বিষয়ে বিবাদ ১ ও তদ্বিময়ে প্রেরিতদের পরামর্শ ও বিচার ১২ ও অত্যকৃছেদি লোকদের বিষয়ে ঘাকুবের বিচার ১২ ও বর্ণনা ও পৌলের হস্তদ্ধার পত্র প্রেরণ ৩০ ও আন্তিয়থিয়াতে তাহাদের বাস করণ ৩১ ও বিবাদ প্রযুক্ত উভয়ে বিচ্ছেদ হওন । পরে যিহুদ দেশহইতে কএক জন আসিয়া ভ্রাতৃগণকে এই ৰূপ শিক্ষা দিতে লাগিল, মূসার ব্যবস্থানুসারে যদি তোমাদের ত্বকছেদ না হয়, তবে তোমর। পরিত্রাণ পাইতে পারিব না । তাহাতে পৌল ও বর্ণকব। তাহদের সহিত অনেক বিচার ও বাদানুবাদ করিলে পর মণ্ডলীর লোকের। এই কথার তত্ব জানিতে যিৰূশালম নগরস্থ প্রেরিতগণের ও প্রাচীনবগের নিকটে পৌল ও বর্ণব প্রভৃতি কএক জনকে পাঠইতে স্থির করিল । তাহাতে তাহারা মণ্ডলীদ্বার। প্রেরিত হইয়। ফৈনীকিয়া ও শোমিরোণ দেশ দিয়। গমন করিয়৷ অন্যদেশীয়দের মনঃপরিবর্তনের সংবাদদ্বারা ভ্রাতৃগণের পরম আহলাদ জন্মাইল । পরে ফি ৰশালমে উপস্থিত হইয়া প্রেরিতগণ ও প্রাচীনবগ প্রভূতি মণ্ডলী কর্তৃক গৃহীত হইলে পর, আপনাদের দ্বারা ঈশ্বর যে সকল কৰ্ম্ম করিয়াছিলেন, সে সমস্ত বিবরণ তাহদের সাক্ষাতে কহিল । কিন্তু বিশ্বাসকারী কএক ফিৰশি মতাবলম্বি লোক স্পষ্টৰূপে এই কথা কহিতে লাগিল, অন্যদেশীয়দের ত্বকছেদ করা এবং মূসার ব্যবস্থা পালন করিতে আজ্ঞ করা উচিত হয় । 422

  • レ*

8