পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8、bア প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [১৬ অধ্যায়। য়াপলি নগরে উপস্থিত হইলাম । এবং তথাহইতে গমন করিয়া মাকিদনিয়ার অন্তঃপাতি যে ফিলিপৃপী নামে এক প্রধান নগর (রোমীয়দের) বাসস্থান ছিল, তাহাতে উপস্থিত হইয়া কতক দিন পর্যন্ত সে স্থামে থাকিলাম । আর বিশ্রামবারে নগরহইতে গিয়া নদীর তীরে যে স্থানে প্রার্থনা করণ ব্যবহার ছিল, তথায় বসিয়া আগত স্ত্রীলোকের নিকটে কথা প্রচার করিতে লাগিলাম । তাহাতে শ্রোতৃগণের মধ্যে খুয়াতীর নগর নিবাসিনী ধূসরাস্বর বিক্রয়কারিণী লুদিয়া নামে যে এক ঈশ্বরসেবিক স্ত্রী, প্রভু কর্তৃক তাহার হৃদয়ের কপাট মুক্ত হইলে সে পেলের উক্ত বাক্যে মনোযোগ করিল । অতএব সে স্ত্রী সপরিবারে বাপ্তাইজিত হইয়। বিনতি পূর্বক কহিল, তোমাদের বিচারে যদি প্রভুর প্রতি বিশ্বাসকারিণী হইলাম, তবে আমার গৃহে আসিয়া থাক । এই মতে সে যত্নেতে অণমাদিগকে রাখিল । . পরে প্রার্থনাস্থানে যাইবার সময়ে, যাহার গণনা করাতে তাহার কৰ্ত্তাদের যথেষ্ট ধনে পাৰ্জ্জন হইত, এমন দৈবজ্ঞ ভূত বিশিষ্ট এক বালিকা আসিয়া আমদের সহিত সাক্ষাৎ করিল । সে অামাদের এবং পোলের পশ্চাৎ২ আসিয়া উচ্চৈঃস্বরে এই কথা কছিতে লাগিল, এই মনুষ্যেরা সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের সেবক হইয়া আমাদের নিকটে পরিত্রাণের পথ প্রকাশ করিতেছে । ঐ বালিক। অনেক দিন পর্যন্ত এ প্রকার করিল ; তাহাতে পৌল দুঃখিত হইয়। মুখ ফিরাইয়। সে ভূতকে কছিল, যীশু খ্রীষ্টের নাম লইয়া তোমা কে আজ্ঞা দিতেছি, ইহাহইতে বহির্গত হও; তাহাতে 428 > R > Nう > 8 > Go X V, > 영 > b