পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○、 প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [ ১৭ অধ্যায় । করিয়া পৌল ও সীলের পশ্চাদগামী হইল । কিন্তু অবিশ্বাসি যিহুদীয় লোকেরা ঈর্ষাতে পরিপূর্ণ হইয়। হাটের কএক লম্পট লোককে সঙ্গে লইয়া জনতা করিয়া নগরের মধ্যে উৎপাত করণপূর্বক যাসোনের বা টী আক্রমণ করিয়া প্রেরিতগণকে ধরিয়া লোকসমূহের নিকটে আনিতে চেষ্টা করিল । কিন্তু তাহদের উদেশ না পাওয়াতে ফাসোনকে এবং কংএক ভ্রাতাকে ধরিয়া নগরাধ্যক্ষদের নিকটে আনিয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, যে মনুষ্যেরা তাবৎ জগৎকে লণ্ডভণ্ড করিয়াছে, তাহারা এ স্থানেও উপস্থিত হইল; এবং এই যাসোন তাহাদিগকে অতিথি করিয়া রাখিল । এবং যীশু নামে তার এক জন রাজা আছে, এ কথা বলিয়া ইহার। সকলে কৈসরের অজ্ঞার বিরুদ্ধে কৰ্ম্ম করিতেছে । তাছাদের এ কথা শুনিয়া লোকসমূহ ও নগরের অধ্যক্ষের। উদ্বিগ্ন হইল। পরে ষাসোনের ও অন্যদের প্রতিভূ লইয়া তাহাদিগকে ছাড়িয়া দিল । পরে ভ্রাতৃগণ রাত্রিকালে পোলকে ও সীলকে বির য় নগরেতে শীঘ্ৰ পাঠাইয় দিলে তাহারা তথায় উপস্থিত হইয়া যিহুদীয়দের ভজনালয়ে গমন করিল। ঐ স্থানস্থ লোকেরা থিষলনীকীর লোক অপেক্ষ মহা স্ত্রা ছিল ; কেননা তাহারা স্বচ্ছন্দে কথা গ্রহণ করিয়া এমত হয় কি না, তাহ জানিবার নিমিত্তে প্রতিদিন ধৰ্ম্মগ্রন্থের আলোচনা করিতে লাগিল; তাহাতে অনেক যিহুদীয়ের এবং অন্যদেশীয়দের মান্য স্ত্রীলোকেরা ও পুরুষেরা অনেকে বিশ্বাস করিল। কিন্তু বিরম্না নগরেতে পোলদ্বারা ঈশ্বরের কথা প্রচার হইতেছে, ইহা থিষলনীকীর যিহুদীয়েরা জ্ঞাত হইয়া সে স্থানেও আ 432 Q: 영 X > > R > \o