পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । 8 ○○ ১৪ সিয়া লোকদিগকে কুপ্রবৃত্তি দিল । অতএব তথাহইতে সমুদ্রে যাইতেছে, এমন দেখাইয়া ভ্রাতৃগণ পোলকে শীঘ্ৰ পাঠাইয়া দিল, কিন্তু সীল ও তীমথিয় সে স্থানে ১৫ রহিল । পরে পোলের পথদশকের তাহাকে আর্থীনী নগরেতে উপস্থিত করিলে পর, ত্বরা করিয়। এ স্থানে আসিতে সীলকে ও তীমথিয়কে কহ, এমন অজ্ঞে। পাইয়া প্রত্যাগমন করিল ৷ ১৬ পেীল আর্থীনী নগরে তাহদের অপেক্ষা করিয়া থাকিতে ২ ঐ নগর প্রতিমাতে পরিপূর্ণ দেখিয়া উত্তপ্ত১৭ চিত্ত হইতে লাগিল । তাহাতে সে ভজনালয়ে যিছু দীয় ও ভক্ত লোকদের সহিত, এবং হাটে যাহাদেরই দেখা পাইল, তাহদের সঙ্গে প্রতিদিন বিচার করিতে ১৮ লাগিল । কিন্তু ইপিকুরেয় ও স্তোয়িকীয় মতাবলম্বী কএক জন জ্ঞানী তাহার সহিত বিবাদ করিল । তাহাতে কেহ ২ কহিল, এই বাচাল কি বলিতে চাহে ? অণর কেহ২ বলিল, বোধ হয় এ ব্যক্তি কোন বিদেশীয় দেবতাদের প্রচারক হইবে ; কারণ সে যীশুর ও উথিতির প্রসঙ্গ তাহদের নিকটে প্রচার করিয়া১৯ ছিল । পরে তাহারা তাহাকে লইয়। আরেয়পণগ নামক বিচারস্থানে অগনিয়া কহিল, এই যে নূতন মত তুমি প্রকাশ করিতেছ, ইহা কি প্রকার, তাহা অাম২ ৩ রা জানিতে প্রয়াস করি ; কেননা এই যে কথা আ|মাদের কর্ণগোচর করিতেছ, ইহা অসম্ভব ; ইহার ভা২ ১ বার্থ কি, তাহ আমরা জানিতে বাঞ্ছা করি। ঐ আখ্ৰীনী নগরনিবাসি ও প্রবাসি লোকের কেবল কোন নূতন কথা শ্রবণ কিম্বা প্রচার করিতেই কাল যা পন করিত ৷ 433