পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8 ○" উত্তর করিতে উদ্যত হইলে গাল্লিয়ে যিহুদীয়দিগকে কহিল, যদি কোন অন্যায়ের বা অতিশয় দুষ্টতাব্যবহারের বিষয়ে এই বিচার হইত, তবে তোমাদের ১৫ কথা সহ্য করা আমার কৰ্ত্তব্য হইত ; কিন্তু যদি কেবল কথা কি নাম কি তোমাদের ব্যবস্থার বিষয়ে বিবাদ হয়, তবে অামি তাহার বিচার করিব না, তো১৬ মরা আপনারা তাহার মীমাংসা কর । তাহাতে সে ১৭ বিচারস্থানহইতে তাহাদিগকে দূর করিয়া দিল । এবং অন্যদেশীয়েরা সোস্থিনি নামে ভজনালয়ের অধ্যক্ষকে ধরিয়া বিচারস্থানের সম্মুখে প্রহার করিল ; তথাপি গাল্লিয়ে। সে সকল কৰ্ম্মেতে কিছু মনোযোগ করিল না । ১৮ অনন্তর পোল সে স্থানে আরও অনেক দিন বাস করিলে পর ভ্রাতৃগণের নিকটে বিদায় লইয়া কোন ব্রতের নিমিত্তে কিংক্রিয়া নগরে শিরোমুণ্ডন করিয়৷ জলপথে সুরিয়া দেশে গমন করিল ; কিন্তু আকৃিল। ১৯ ও প্রিস্কিল্লা তাহার সঙ্গে গমন করাতে ইফিষ নগরে উপস্থিত হইয়া সে স্থানে তাহাদিগকে রাখিয়া অগপনি ভজনালয়ে প্রবেশ করিয়া যিহুদীয়দের সহিত বি২ • চার করিতে লাগিল । তাহাতে তাহারা আপনাদের সঙ্গে তাহাকে আর কিছু দিন থাকিতে বিনয় করি২১ লে সে অস্বীকৃত হইয়৷ এই কথা কহিল, যিৰূশালমে কোন প্রকারে আগমণকে আগামি পৰ্ব্ব পালন করিতে হইবে ; পরে ঈশ্বরের ইচ্ছা হইলে তোমাদের ২২ কাছে পুনর্বার ফিরিয়া আসিব । অপর সে তাহাদের নিকটে বিদায় লইয়া জলপথে ইফিষহইতে প্রস্থান ক রিল ; পরে কৈসরিয়াতে উপস্থিত হইয়া (ষিৰূশালমে) 437