পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8 ○。 ১ অপর আপল্লোর করিন্থ নগরে থাকন সময়ে পৌল উত্তর অঞ্চল দিয়া আগমন পূৰ্ব্বক ইফিষ নগরে উপস্থিত হইল । তাহাতে কএক শিষ্যের সাক্ষাৎ পাইয়। ২ তাহাদিগকে জিজ্ঞাসা করিল, তোমরা বিশ্বাস করিয়৷ পবিত্র আত্মণকে পাইয়াছ কি না ? তাহাতে তাহার। উত্তর করিল, পবিত্র আত্মা যে আছেন, তাছা আমরা ৩ শুনিও নাই । তখন সে কহিল, তবে তোমরা কিসেতে বাপ্তাইজিত হইয়াছিলা ? তাহাতে তাহারা কহিল, ৪ যোহনের বাপ্তিস্মেতে । তখন পোল কহিল, "ইহার পরে যিনি উপস্থিত হইবেন, তাহতে অর্থাৎ যীশু খ্রীষ্টেতে বিশ্বাস করিতে হইবে, ইহা বলিয়। যোহন মনঃপরিবর্তন সূচক বাপ্তিসূমেতে লোকদিগকে বাপ্তাইজিত করিল । তখন এমন কথা শুনিয় তাহারা প্ৰভু ৬ যীশুর নামেতে বাপ্তাইজিত হইল । তাহাতে পোল তাহীদের গাত্রে হস্তাপণ করিলে তাহাদিগের উপরে পবিত্র অণমা নামিলেন ; তাহাতে তাহার। নানা দে৭ শীয় ভাষা এবং ভবিষ্যৎকথা কহিতে লাগিল । ত| হারা নুনাধিক প্রায় দ্বাদশ জন ছিল । ৮ পরে পোল ভজনালয়ে যাইয়। প্রায় তিন মাস পর্য্যন্ত ঈশ্বরের রাজত্ব বিষয়ে বিচার করিয়া লোকদিগকে ৯ সুপ্রবৃত্তি দিয়া সাহসে কথা কহিল । কিন্তু কঠিন অন্তঃকরণ প্রযুক্ত কএক জন বিশ্বাস না করিয়া সকলের সাক্ষাতে এই পথের নিন্দ করিতে প্রবৃত্ত হইলে, পোল তাহাদিগকে ছাড়িয়া শিষ্যগণকে পৃথক করিয়া প্রত্যহ তুরান্ন নামে এক ব্যক্তির বিদ্যালয়ে ১ • বিচার করিতে লাগিল । এই ৰূপে দুই বৎসর গত হইল ; তাহাতে আশিয়া দেশনিবাসি সমস্ত যিহুদীয় 439 (t