পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। Ꮰ❍ ☾ ও তাহার সঙ্গি লোকদের ভোজন করা কর্তব্য ছিল না, ৫ তাহাই ভোজন করিল। অপর যাজকেরা বিশ্রামবারে মন্দিরের মধ্যে বিশ্রামবারের নিয়ম লঙ্ঘন করিলেও নির্দোষ হয়, শাস্ত্রের মধ্যে কি ইহাও তোমরা পাঠ কর ৬ নাই ? আর আমি তোমাদিগকে কহিতেছি, এই স্থানে মন্দি৭ রহইতে গুরুতর এক জন আছেন । কিন্তু ‘আমি বলিদান অপেক্ষা দয়া চাহি, তোমরা যদি এ বচনের অর্থ জানিতা, ৮ তবে নির্দোষদিগকে দোষী করিত না । আর মনুষ্যপুত্ৰ বিশ্রামবারেরও কর্তা আছেন । ৯ অনন্তর সে স্থানহইতে প্রস্থান করিয়া তিনি তাহদের ১ ও ভজনালয়ে প্রবেশ করিলেন । সেই স্থানে শুষ্কহন্ত এক মনুষ্য উপস্থিত ছিল ; তাহাতে যীশুর প্রতি দোষারোপ করিবার নিমিত্তে লোকেরা জিজ্ঞাসা করিল, কি বিশ্রাম১১ বারে সুস্থ করা কৰ্ত্তব্য? তাহাতে তিনি কহিহেন, বিশ্রামবারে কাহারও এক মেষ যদি গৰ্ত্তে পড়ে, তবে তাহাকে ধরিয়া না তোলে, এমন লোক তোমাদের মধ্যে কে আছে ? ১২ মেষহইতে মনুষ্য কি শ্রেষ্ঠ নহে? অতএব বিশ্রামবারে ভাল ১৩ কৰ্ম্ম করা কৰ্ত্তব্য । পরে তিনি সে মনুষ্যকে কহিলেন, আপন হস্ত বিস্তার কর ; তাহাতে সে হস্ত বিস্তার করিলে डांइ अन्य इटडज़ नTीज़ गूड् इड्रेल । ১৪ তখন ফিৰূশিরা বহির্গত হইয়। যাহাতে র্তাহাকে বধ করিতে পারে, তাহার বিরুদ্ধে এমত কুমন্ত্রণা করিতে লাগিল। ১৫ তাহাতে যীশু তাহ জানিয়া স্থানান্তরে প্রস্থান করিলেন ; আর অনেকহ লোক র্তাহার পশ্চাৎ গমন করিলে পর ১৬ তিনি তাহাদিগকে সুস্থ করিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা ১৭ আমার পরিচয় দিও না । তাহাতে যিশয়িয় ভবিষ্যদ্বক্তা ১৮ দ্বারা এই যে কথা উক্ত ছিল, তাহা সফল হইল,“ আমার 35