পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98 о প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [১৯ অধ্যায়। ও অন্যদেশীয় লোকের প্রভূ যীশুর প্রসঙ্গ শুনিতে পাইল । আর পেলের হস্তদ্বারা ঈশ্বর এমত অদ্ভূত কৰ্ম্ম করিলেন, যে তাহার দেহহইতে পরিধেয় কিম্বা গত্রমার্জনী বস্ত্র পীড়িত লোকদের নিকটে আনিলে তাহার। সকলে ব্যাধিহইতে মুক্ত হইল, এবং অপৰিত্ৰ ভূতগণ তাহাদের হইতে বহির্গত হইল । অপর দেশ পৰ্যটনকারি কএক যিহুদীয় ভূতুড়িয় ভূতগ্রস্ত লোকদের কাছে প্রভূ যীশুর নাম জপ করি য়। এই কথা বলিল, যাহার কথা পৌল প্রচার করে, সেই যীশুর নাম লইয়া তোমাদিগকে আজ্ঞা দিতেছি । এবং স্কিবা নামে যিহুদীয় এক জন প্রধান যাজকের সাত পুত্র ঐ প্রকার কহিলে পর এক অপবিত্র ভূত উত্তর করিল, যীশুকে জানি, পেীলকেও চিনি, কিন্তু তোমরা কে ? ইহা বলিয়া সে অপবিত্র ভূতগ্রস্ত মনুষ্য লম্ফ দিয়া তাছাদের উপরে পড়িয় বলেতে তাহাদিগকে পরাস্ত করিল ; তাহাতে তাহার। উলঙ্গ এবং ক্ষতবিক্ষত হইয়। সে গৃহহইতে পলায়ন করিল । পরে এই কথা ইফিষ নগরনিবাসি তাবৎ যিহুদীয় এবং অন্যদেশীয় লোকদের কর্ণগোচর হইলে সকলেরই ভয় হইল, এবং প্রভূ যীশুর নামের যশোবৃদ্ধি হইয়া উঠিল । আর যাহাদের প্রত্যয় জন্মিল, তাহাদের অনেকে আসিয়া আপনাদের কত ক্রিয় প্রকাশ ৰূপে স্বীকার করল । এবং অনেক মায়াকৰ্ম্মকারী আপনং গ্রন্থ আনিয়া একত্র করণ পূৰ্ব্বক সক লের সাক্ষাতে দগ্ধ করিয়া ফেলিল ; তাহাতে গণনা করিয়া দেখা গেল, পঞ্চাশ সহস্ৰ ৰূপ্য মুদ্রার পুস্তক 440 > y > R > No > 8 > ○ ზა &) 》 영 > ア > R,