পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 88 & ৩৮ তোমাদের দেবীর নিন্দক নহে । যদি কাহারো উপরে দীর্মীত্রিয়ের ও তাহার সহকারি শিল্পকারিদের কোন আপত্তি থাকে, তবে বিচারদিন ও প্রতিনিধি লোক আছে, তাহার সে স্থানে গিয়া উত্তর প্রত্যু৩৯ স্তর করুক । কিন্তু তোমাদের অন্য কোন কথা যদি থাকে, তবে উপযুক্ত সভাতে তাহার নিম্পত্তি হইবে । ৪ • কিন্তু এই বিরোধের উত্তর দিতে পারি, এমন কোন উপায় না থাকাতে আদ্যকার কলহ প্রযুক্ত আমাদের ৪ ১ অপবাদিত হওনের আশঙ্কা অাছে । ইহা বলিয়৷ সে সভাস্থ সকলকে বিদায় করিল। ২০ অধ্যায় । ১ মাকিদনিয়া দেশে পৌলের গমন ৭ ও কথা প্রচার সময়ে উপরিস্থ গবাক্ষহইতে পতিত উজুখকে সুস্থ করণ ১৩ ও পৌলের মিলীত নগরে উপস্থিত হওন ১৭ ও ইফিষীয় মগুলীর প্রাচীন লোকদিগকে উপদেশ দেওন ও আপনার ও তাহাদের বিষয়ে ভবিষ্যদ্বাক্য প্রচার করণ ৩৬ ও তথাহইতে বিদায় হওন । ১ এই ৰূপে কলহ নিবৃত্ত হইলে পৌল শিষ্যগণকে ডাকিয়া বিদায় লইয়। মাকিদনিয়া দেশে প্রস্থান করিল। ২ পরে সে স্থান দিয়। যাইতে ২ তদেশীয় শিষ্যদিগকে অনেক উপদেশ দিয়া যুনানিয়া দেশে উপস্থিত হ৩ ইল। পরে সে স্থানে তিন মাস পর্যন্ত অবস্থিতি করিয়া তথাহইতে জলপথে সুরিয়া দেশে যাইতে উদ্যত হইল ; কিন্তু যিহুদীয়ের তাহাকে বধ করিবার চেষ্টায় গোপনে থাকাতে সে মাকিদনিয়ার পথ দি৪ য়া ফিরিয়া যাইতে মনস্থ করিল। আর বিরয়া নগরীয় সোপাত্র, ও থিষলনীকীয় অরিষ্টখ ও সিকুন্দ, ও দবী নগরীয় গায় ও তীমথিয়, এবং আশিয়া দে 443