পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

388 প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [২০ অধ্যায়। শীয় তুখিক ও ত্রফিম তাহার সহিত আশিয়া দেশ পৰ্য্যন্ত গেল । এই সকলে অগ্রসর হইয়া অামাদের অপেক্ষাতে ত্রেণয়া নগরে অবস্থিতি করিল । পরে তাউীশূন্য রুটার পর্বদিন গত হইলে আমরা ফিলিপী নগরহইতে জলপথে যাইয়। পাচ দিনে ত্রোয়া নগরে তাহদের নিকটে উপস্থিত হইয়া সে স্থানে সাত দিন অবস্থিতি করিলাম । অনন্তর সপ্তাহের প্রথম দিনে শিষ্যেরা ৰুটী ভাঙ্গিতে একত্র হইলে পোল পরদিনে তথাহইতে যাত্র করিতে উদ্যত হইয়। তাহীদের সহিত কথোপকথন করিয়া প্রায় দুই প্রহর রাত্রি পর্যন্ত ধৰ্ম্মকথা কহিল । আর উপরিস্থ যে কুঠরীতে তাহারা সভা করিয়াছিল, সে স্থানে অনেক প্রদীপ ছিল । আর উতুখ নামে এক জন যুবা গবাক্ষেতে বসিয়া থাকিতে ২ ঘোরতর নিদ্রায় মগ্ন হইল ; এবং পোল অনেক ক্ষণ পৰ্যন্ত কথা প্রচার করিলে সে নিদ্রায় মগ্ন হইয়। ঐ তেতালাহইতে পড়িলে লোকের। তাহাকে মৃতবৎ ধরিয়া তুলিল। তাহার পর পেল নামিয়। গিয়া তাহার গাত্ৰে পড়িয়া ক্রোড়ে করিয়া কছিল, তোমরা ব্যাকুল হইও না ; ইহার প্রাণবিয়োগ হয় নাই । পরে সে পুনৰ্ব্বার উপরে গিয়া রুট ভাঙ্গিয়া ভোজন করিয়৷ অনেক ক্ষণ অর্থাৎ রাত্রি প্রভাত পৰ্য্যন্ত কথাবাৰ্ত্ত। কহিয়া প্রস্থান করিল । পরে তাহার সে জীবৎ যুৱাকে লইয়া গিয়া পরমাপ্যায়িত হইল । পরে আমরা তথাহইতে জাহাজে অগ্ৰে গিয়৷ আসঃ নগরে লাগাইয়া পোলকে তুলিয়া লইতে মন স্থ করিলাম ; কারণ সে স্থলপথে যাইতে মনস্থ ক 444 > y > ネ > \5