পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1) প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। 88% ত্রি প্রত্যেক জনকে প্রবোধ দিতে নিবৃত্ত হইলাম না, ৩২ ইহাও স্মরণ কর । এখন হে ভ্রাতৃগণ, তোমাদিগকে নিষ্ঠ দিতে এবং পবিত্রীকৃত লোকদের মধ্যে অধিকণর দিতে সমর্থ যে ঈশ্বর, এবং তাহার অনুগ্রহের যে বাক্য, এই উভয়ের প্রতি তোমাদিগকে সমর্পণ ক৩৩ রিলাম। আর আমি কাহারো স্বর্ণ কি ৰূপ্য কি বস্ত্রের। ৩৪ প্রতি লোভ করি নাই; কিন্তু আমার নিজের এবং সহবর্তি লোকদের প্রয়োজনীয় দ্রব্যের জন্যে অামার এই হস্তদ্বয় শ্রম করিয়াছে, ইহা তোমরা আপনার ৩৫ জ্ঞাত আছে । এই প্রকারে ‘গ্রহণ করা অপেক্ষায় দান করা ভাল, এই যে বাক্য প্রভূ যীশু কহিয়াছিলেন, তাহার স্মরণ পূৰ্ব্বক এই মত শ্রম করিয়া দীনহীন লোকদের উপকার করা উচিত, ইত্যাদি সকল বিষয়েতে অামি তোমাদের নিকটে নিদর্শনস্বৰূপ হইলাম । ৩৬ এই কথা কহিয়া সে হাটু পাতিয়া সকলের সহিত ৩৭ প্রার্থনা করিল । তাহাতে তাহার। সকলে অনেক ক্রন্দন করিয়া তাহার গলা ধরিয়া মুখ চুম্বন করিল। ৩৮ এবং ‘আমার মুখ আর দেখিতে পাইবা না, এই যে কথা সে কহিল, তন্নিমিত্তে বিশেষৰূপে বিলাপ করিল ; পরে তাহারা তাহাকে জাহাজে লইয়া গেল । ২১ অধ্যায়। ১ ষিরুশীলমে পৌলের গমন ৭ ও পথিমধ্যে সুসমাচার প্রচারক ফিলিপের গৃহে গমন ও আগাবের দ্বার পৌলের দুঃখের বিষয়ে ভবিষ্যদ্বাক্য ১৭ ও ফিকশালমে তাহার উপস্থিত হওন ও আচরণ ২৭ ও জাহার বিষয়ে লোকদের কলহ করণ ৩৭ ও সহসুসেনাপতিদ্বারা তাহার মুক্তি ও তাহার সঙ্গে কথোপকথন । ১ তদনন্তর তাহদের নিকটহইতে দুঃখেতে বিদায় ল ইয়া পাইল তুলিয়া সোজা পথ দিয়া কো উপদ্বীপে 447