পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88ゲ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [২১ অধ্যায়। আসিয়া পরদিবসে রোদিয়া উপদ্বীপে আইলাম, এবং তথাহইতে পাতারায় উপস্থিত হইলাম । পরে সে স্থানে ফৈনীকিয় দেশগামি এক জাহাজ পাইয়া তাহাতে আরোহণ পূর্বক জলপথে যাইতে ২ কুপ্র উপদ্বীপ দেখিয় তাহ বাম দিগে রাখিয়া সুরিয়া দেশের নিকটে গিয়া জাহাজের বোঝাই ফেলিবার নিক্ত সোর নগরেতে লাগান করিলাম । এবং তথায় শিষ্যগণের সহিত শাক্ষাৎ হওয়াতে আমরা সে স্থানে সাত দিন থাকিলে তাহারা পবিত্র আত্মাদ্ধার পোলকে কহিল, তুমি যিৰশালম নগরে যাইও না । এবং ঐ সাত দিন যাপন করিলে পর আমরা যখন অপেন পথে গমন করিতে সে স্থান হইতে প্রস্থান করিলাম, তখন তাহারা আবাল বৃদ্ধ বনিতা সকলে আমাদের সহিত নগরের বাহিরে আইলে আমরা সমুদ্রতীরে হাটু পাতিয়া প্রার্থনা করিলাম । পরে পরস্পর বিদায় লইয়া আমরা জাহাজে গেলাম, ও তাহার। আপন২ ঘরে ফিরিয়া গেল । পরে আমরা সোর নগরহইতে যাইয়। তলিমায়ি নগরে উপস্থিত হইলে সমুদ্রপথ শেষ হইল; সে স্থানে ভ্রাতৃগণকে নমস্কার করিয়া এক দিন তাহাদের সঙ্গে বাস করিলাম । পরদিনে পৌল ও তাহার সঙ্গিলোক আমরা প্রস্থান পূৰ্ব্বক কৈসরিয়া নগরেতে আগমন করিয়া সপ্ত জনের মধ্যে গণিত সুসমাচার প্রচারকারি ফিলিপের গৃহেতে প্রবেশ করিয়া অবস্থিতি করিলাম। ঐ ব্যক্তির অবিবাহিত চারি কন্য। ভবিষ্যদ্বক্তী ছিল । ঐ স্থানে আমরা কতক দিন প্রবাস করিলে যিহুদী দেশহইতে আগাব নামে এক জন 448 R No 8