পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86.8 প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [ ২২ অধ্যায়। যাইবে। পরে ঐ খরতর দীপ্তি প্রযুক্ত কিছুই দেখিতে না পারিয়া সঙ্গিগণকর্তৃক ধৃতহস্ত হইয়া দন্মেষক নগরে উপস্থিত হইলাম । অনন্তর তন্নগরনিবাসি তাবৎ যিহুদীয়দের কাছে মান্য এবং ব্যবস্থানুসারে ভক্ত আননিয় নামে এক মনুষ্য আমার নিকটে আসিয়া দাড়াইয়া কহিল, হে ভ্রাতঃ শেল, প্রসন্নচক্ষুঃ হও ; তদণ্ডে আমি তাহার প্রতি দৃষ্টি করিলাম । পরে সে আমাকে কহিল, তুমি যেন ঈশ্বরের অভিপ্রায় জ্ঞাত হও, এবং সেই শুদ্ধসত্ত্ব ব্যক্তির দর্শন পাইয়। তাহার মুখের বাক্য শ্রবণ কর, এ নিমিত্তে আমাদের পূর্বপুরুষের ঈশ্বর তোমাকে মনোনীত করিলেন; কারণ যাহ২ দেখিয়াছ এবং শুনিয়াছ, তাবৎ মনুষ্যের নিকটে তুমি তদ্বিষয়ের সাক্ষী হইব । অতএব অণর কেন বিলম্ব করিতেছ ? উঠিয়া বাপ্তাইজিত হও, এবং প্রভুর নামে প্রার্থনা করিয়া আপনার পাপ প্রক্ষালন কর । তাহার পরে যিৰূশালম নগরে ফিরিয়৷ গেলে, এক দিন আমি মন্দিরে প্রার্থনা করিতেছি, এমন সময়ে অভিভূত হইয়া প্রভুকে সাক্ষাৎ দেখিলাম, এবং ‘তুমি ত্বরায় ফিকশালমহইতে প্রস্থান কর, যেহেতুক লোকেরা আমার বিষয়ে তোমার সাক্ষ্য গ্রহণ করিবে না, আমার প্রতি উক্ত র্তাহার এই বাক্য শুনিলাম । তাহাতে আমি উত্তর করিলাম, হে প্রভো, আমি যে প্রত্যেক ভজনালয়ে তোমার বিশ্বাসকারি লোকদিগকে কারাতে বদ্ধ করিয়া প্রহার করিয়াছি, আর তোমার সাক্ষি স্তিফানের রক্তপাত হওন সময়ে তাহার সংহারে সম্মত হইয়। নিকটে দী ড়াইয়। হত্যাকারি লোকদের বস্ত্র রক্ষা করিয়াছি, ইহা 454 X > > ネ S \o > 8 > (t > ○ 》 영 > ケ > y R e