পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o. > X > ネ ২৩ অধ্যায় ] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8©Ꮈ ফিৰশি মতাবলম্বী ও ফিৰশির সন্তান, মৃত লোকদের উত্থানের প্রত্যাশা প্রযুক্ত এই বিচারের দায়েতে পড়িলাম । এমন কথা কহিলে ফিৰূশি ও সিদুকি লোকদের পরস্পর ভিন্নবাক্যত হওয়াতে সভার মধ্যে দুই দল হইয়া উঠিল ; কারণ সিদুকি লোকেরা উত্থান আর স্বৰ্গীয় দূত এবং আত্মা, এ সকল কিছুই মানে না, কিন্তু ফিন্ধশিরা সকলি স্বীকার করে । তাহাতে পরস্পর অত্যন্ত কোলাহল উপস্থিত হইলে ফিন্ধশিদের পক্ষীয় সভাস্থ অধ্যাপক সকল দাড়াইয়া প্রতিপক্ষ হইয়া কহিতে লাগিল, এই মনুষ্যের কোন দোষ দেখিতে পাই না ; যদি কোন আত্মা কিম্বা কোন দূত ইহাকে প্রত্যাদেশ করিয়া থাকে, তবে আমরা ঈশ্বরের প্রতিকুলে যুদ্ধ করিব না । তাহাতে আরও ভিন্নবাক্যত হইলে, পাছে তাহার পোলকে খণ্ড ২ করিয়া ছিড়ে, এই আশঙ্কাতে সহস্সেনাপতি সেনাগণকে তথায় যাইতে ও সভাহইতে বলদ্বারা পোলকে ধরিয়া দুর্গমধ্যে লইয়। যাইতে আজ্ঞা দিল। পররাত্রিতে প্ৰভু তাহার নিকটে দাড়াইয়া কহিলেন হে পোল, সাহসী হও ; যেমন যিৰূশালম নগরে অামার বিষয়ে সাক্ষ্য দিয়াছ, তদ্রুপ রোম নগরেতেও দিতে হইবে । অপর দিন উপস্থিত হইলে কতক যিহুদীয় লোক এক পরামর্শ হইয়৷ পোলকে বধ না করিয়া ভোজন পণন করিব না, এই দিব্যেতে আপনাদিগকে বদ্ধ ক ১৩ রিল । চল্লিশ জনের অধিক লোক এ প্রকার পণ > 8 করিয়াছিল । পরে তাহারা মহাযাজক ও প্রাচীন বগের নিকটে যাইয়া কছিল, আমরা পোলকে বধ না 457