পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(tb" প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [২৩ অধ্যায় । করিয়া কিছু খাইব না, এই দৃঢ় দিব্যেতে বদ্ধ হইলাম । অতএব সম্প্রতি সভাস্থ লোকদের সহিত তোমর আরো বিশেষৰূপে তাহার বিচার করিবার ছল করিয়া কল্য তোমাদের নিকটে ভগছাকে আনয়ন করিতে সহস্সেনাপতির নিকটে নিবেদন কর; তাছাতে তোমাদের নিকটে উপস্থিত হওনের পূৰ্ব্বে আমরা তাহাকে সংহার করিতে প্রস্তুত হইব । তখন পোলের ভাগিনেয় তাহদের এই ঘাটি বসাইবার মন্ত্রণার অনুসন্ধান পাইয়। দুর্গে গমন করিয়া পোলকে ঐ সমাচার দিল । তাহাতে পোল এক জন শতসেনাপতিকে ডাকিয়৷ এই কথা কহিল, সহসুসেনাপতির নিকটে এই যুব মনুষ্যের কিছু নিবেদন আছে, অতএব তাহার নিকটে ইহাকে লইয়া যাও । তাহাতে সে তাহাকে সঙ্গে লইয়। সহস্সেনাপতির নিকটে উপস্থিত হইয়া কহিল, আপনকার নিকটে এই ব্যক্তির এক নিবেদন আছে, তন্নিমিত্তে বন্দি পৌল আমাকে ডাকিয় আপনকার নিকটে ইহাকে আনিতে প্রার্থন৷ করিল । তখন সহস্সেনাপতি তাহার হস্ত ধরিয়া নিভূত স্থানে লইয়া গিয়া জিজ্ঞাসা করিল, তোমার নিবেদন কি ? তাহ বল । তাহাতে সে কহিল, যিহুদীয় লোকের পোলের বিষয়ে আরো বিশেষৰূপে বিচার করিবার ছল করিয়৷ তাহাকে সভাতে লইয়া যাইতে মহাশয়ের কাছে নিবেদন করিবার মন্ত্রণা করিয়াছে ৷ কিন্তু তুমি তাহ স্বীকার করিও না, কেননা তাহদের মধ্যে চল্লিশ জনের অধিক লোক একপরামর্শ হইয়া, ‘পোলকে বধ না করিয়া ভোজন ও পান করিব না, এই দিব্যেতে বদ্ধ হইয়৷ ঘাটি বসাইয়। প্রস্তুত হইয়া 458 > (t X V, > > レー X > R e R >