পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৩২ প্রেরিতদেয় ক্রিয়ার বিবরণ। [২৪ অধ্যায় । ছে, সে সকলেতে বিশ্বাস করিয়৷ যে মতকে ইহার বৈধৰ্ম্ম্য জ্ঞান করে, সেই মতানুসারে আমি নিজ পিতৃপুরুষের ঈশ্বরের আরাধনা করি। আর ধাৰ্ম্মিক আধাৰ্ম্মিক पूझे প্রকার মৃতলোকেরই উত্থান হইবে, এ কথা ইহার স্বীকার করে ; আমিও তাছার বিষয়ে ঈশ্বরে প্রত্যাশা করিয়৷ ঈশ্বরের ও মনুষ্যের নিকটে যেন মনে নির্দোষ হই, এই নিমিত্তে সতত যত্নবান আছি । অপর বহুবৎসর গত হইলে আপন দেশীয় লোকদের নিমিত্তে দানদ্রব্য এবং নৈবেদ্য সঙ্গে করিয়া পুনৰ্ব্বার আগমন করিলাম । তাহাতে আমি শুচি হইয়া লোকের সমারোহ কিম্বা কলহ না করাইলেও আশিয়৷ দেশের কতক যিহুদীয় লোক মন্দিরের মধ্যে আমার দেখা পাইল । অামার উপরে যদি কোন অপবাদের কথা থাকে, তবে আপনকার নিকটে উপস্থিত হইয়। ঐ লোকদের সাক্ষ্য দেওয়া উচিত । নতুবা মহাসভাস্থ লোকদের নিকটে দণ্ডায়মান হওন সময়ে, “অদ্য আমি তোমাদের দ্বারা মৃতদের উত্থান বিষয়ে বিচারের দায়েতে পড়িলাম, তাহদের মধ্যে দাড়াইয়া আমি এই যে কথা উচ্চৈঃস্বরে বলিয়ছিলাম, তদ্ভিন্ন অামার আর কোন দোষ পাওয়া গেল কি না, তাহা বরঞ্চ এই উপস্থিত লোকেরা বলুক । তখন ফীলিকস এ কথা শুনিয়। এই মতের বিশেষ বিবরণ অবগত হইয়। বিচার স্থগিত রাখিয়া কহিল, লুষিয় সহসুসেনাপতি আইলে পর আমি তোমাদের বিচার নিষ্পত্তি করিব । পরে বন্ধনবিনা পোলকে রক্ষা করিতে, ও সেবার কিম্বা সাক্ষাতের নিমিত্তে 462 > ○ > V, > R > ケ Y > ২ ও え> R. R. R No