পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । 8W)○ মর্শ করিয়৷ পোলকে কহিল, কৈসরের কাছে কি তোমার বিচার হইবে ? কৈসরের কাছে যাইবা । ১৩ অনন্তর কতক দিনের পর আগ্রিপপ রাজা এবং বর্ণীকী ফীষ্টের সহিত সাক্ষাৎ করিতে কৈসরিয়৷ নগ১ ৪ রে আইল । তাহাতে তাহারা অনেক দিন সে স্থানে থাকিলে ফীষ্ট ঐ রাজাকে পোলের কথা জানাইয়। কহিতে লাগিল, পোল নামে এক জন বন্দিকে ফী১৫ লিকস বদ্ধ রাখিয়া গিয়াছে । আর যিৰূশালমে আtমার থাকনের সময়ে যিহুদীয়দের মহাযাজক এবং প্রাচীন লোকেরা অপবাদ দিয়া তাহার প্রতি দণ্ডাজ্ঞ। ১৬ প্রার্থনা করিল । তাহাতে আমি এই উত্তর করিলাম, যাবৎ অপবাদিত ব্যক্তি অণপন অপবাদকগণের সহিত সাক্ষাৎ না করে, এবং আপনার প্রতি যে দোষ আ|রোপিত হইয়াছে, তাহার প্রত্যুত্তর করিবার অবকাশ না পায়, তাবৎ কোন মনুষ্যের প্রাণদণ্ডের আ১৭ জ্ঞ। দেওয়া রোমি লোকদের রীতি নহে । তাহাতে তাহার। এ স্থানে সঙ্গে আইলে আমি পরদিবসে বিচারাসনে বসিয়া অবিলম্বে সেই মনুষ্যকে আনিতে ১৮ আগজা দিলাম। পরে তাহার অপবাদকেরা উপস্থিত হইয়া আমি যে ৰূপ বুঝিয়াছিলাম, সেই ৰূপ কোন ১৯ অপবাদের উথাপন না করিয়া, আপনাদের মত বিষয়ে, এবং পোল যাহাকে সজীব করিয়া বলে, যীশু নামে এমন এক মৃত ব্যক্তির বিষয়ে তাহার বিরুদ্ধে ২ . কথা কহিতে লাগিল । তাহাতে আমি এমন সূক্ষ বিষয়ে সন্দিগ্ধ হওয়াতে কহিলাম, তুমি কি এই বিষয়ের বিচারের নিমিত্তে ফিন্ধশালম নগরে যাইতে ২১ সন্মত আছ ? তখন শ্ৰীশ্ৰীযুক্তের কাছে আমার বিচার 465 -