পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

編○ケ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । [২৬ অধ্যায় প্রত্যাশার জন্যে আমি যিহুদীয়দের দ্বারা অপবাদগ্ৰস্ত হইলাম। ঈশ্বর মৃতদের উত্থান করিবেন, এই কথা তোমাদের নিকটে অসম্ভব কেন হয় ? নাসরতীয় ষীশুর নামের বিরুদ্ধে নানা প্রকার প্রতিকুলাচরণ করা উচিত, ইহা আমি মনে যথার্থ বুঝিয় যিৰূশালম নগরে তাহা করিলাম । ফলতঃ প্রধান ৰাজকের নিকটহইতে ক্ষমতা পাইয়। অনেক পবিত্র লোককে কারাগারে বদ্ধ করিলাম ; বিশেষতঃ তাহাদিগকে বধ করণ সময়ে তাহাদের বিরুদ্ধে আপন সম্মতি প্রকাশ করেলাম ; এবং বার ২ প্রত্যেক ভজনালয়ে তাহাদিগকে শাস্তি প্রদান করিলাম, ও বলেতে ঐ ধৰ্ম্ম নিন্দ করাইলাম, এবং তাহদের প্রতি আতিশয় রণগোস্বাত্ত হইয়। বিদেশীয় নগর পর্য্যন্ত তাহাদিগকে তাড়না করিলাম । এই প্রকারে প্রধান যাজকের নিকট হইতে ক্ষমতা ও অজ্ঞাপত্ৰ পাইয়া দন্মেষক নগরে যাইতেছিলাম । আর হে রাজন, পথিমধ্যে মধ্যাহ্ন সময়ে সূৰ্য্যতেজঃ অপেক্ষাও তেজস্বী এক দীপ্তি আকাশহইতে আমার ও আমার সঙ্গি লোকদের চতুৰ্দ্দিগে প্রকাশ পাইতে দেখিলাম । তাহাতে আমরা সকলে ভূমিতে পতিত হইলে, “হে শোল, হে শোল, আমাকে কেন তাড়না করিতেছ? কণ্টকের মুখে পদাঘাত করা তোমার দুঃসাধ্য কৰ্ম্ম, ইত্ৰীয় ভাষাতে এমন এক শব্দ শুনিলাম । তখন আমি জিজ্ঞাসিলাম, হে প্রভো, আপনি কে? তাহাতে তিনি কহিলেন, ‘ঘে যীশুকে তুমি তাড়না করিতেছ সেই অামি । কিন্তু উঠিয়া দীড্রাও ; যাহ২ তুমি দেখিলা আর ইহার পরে যাহাই তোমাকে দেখাষ্টর এই সকলের প্রচারক ও সাক্ষী 468 > * > ネ X o X 8 - Go. > *