পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१ अथJाँग्न ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। 845 মুৰ্ত্তীয় এক জাহাজে আরোহণ করিয়া আশিয়া দেশের স্থানেই যাইতে মনস্থ করিয়া লঙ্গর তুলিয়৷ আমর জাহাজ খুলিলাম, এবং মাকিদনিয়া দেশান্তঃপাতি থিষলনীকী নিবাসি অরিষ্টখ নামে এক জন ৩ আমাদের সহিত ছিল । অনন্তর পরদিবসে অমর। সীদোন নগরে লাগান করিলে সে স্থানে যুলিয় সেনাপতি পোলের প্রতি সৌজন্য প্রকাশ করিয়া বন্ধু বান্ধবগণের সহিত সাক্ষাৎ করিয়া প্রাণ জুড়াইতে তা৪ হাকে যাইতে দিল । পরে তথাহইতে জাহাজ খুলিলে সম্মুখ বাতাস হওয়াতে আমরা কুপ্র উপদ্বীপের দক্ষিণ ৫ দিয়া গেলাম । অনন্তর কিলিকিয়া ও পম্ফুলিয়ার সমুদ্র পার হইয়। লুকিয় দেশান্তঃপাতি মুর নগরে উ৬ পস্থিত হইলাম। পরে ইতলিয়া দেশে যাইতেছে যে সিকন্দরিয়া নগরের এক জাহাজ, তাহ সে স্থানে পাইয়া শতসেনাপতি আমাদিগকে ঐ জাহাজে আরোহণ করাইল । - ৭ পরে বহুদিবস ধীরেই গমন করিয়৷ কুঁীদের নিকটস্থ হওনের সময়ে প্রতিকূল বাতাস প্রযুক্ত আমরা সলমোনীর সম্মুখে উপস্থিত হইয়। ক্রীতী উপদ্বীপের দ৮ ক্ষিণ দিয়া গেলাম । পরে কষ্টে তাহ উত্তীর্ণ হইয়। লাসেয়া নগরের নীচে সুন্দর নামে এক খালে উপ৯ স্থিত হইলাম । আর বহু দিবস গত হইলে উপবাস সময়ের পর জলপথ গমনে শঙ্কা হওয়াতে পেীল বিনতি ১• পূর্বক কহিল, হে মহাশয়ের, আমি নিশ্চয় জানি, এই যাত্রাতে তামাদের ক্লেশ ও অনেক অপচয় হইবে, তাহী কেবল জাহাজের ও জাহাজস্থ দ্রব্যের এমন নয়, ১১ আমাদের প্রাণ পৰ্য্যন্তেরও হইতে পরিবে । কিন্তু 471