পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৭২ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [২৭ অধ্যায় । শতসেনাপতি পোলের উক্ত কথা অপেক্ষায় জাহাজের নাবিকের ও অধ্যক্ষের কথা অধিক গ্রাহ করিল । এ- ১২ বং ঐ খাল শীতকালের উপযুক্ত বাসস্থান না হওয়াতে তথাহইতে দক্ষিণ পশ্চিম সন্মুখস্থ ক্রীতীয় ফৈনীকী খালে যাইয়। যদি পারে, তবে শীতকাল যাপন করিতে প্রায় সকলে পরামর্শ করিল । পরে দক্ষিণে ১৩ বাতাস মন্দ২ বহিতে দেখিয়া আপনাদের অভিপ্রায় সিদ্ধ হওনের সুযোগ হইতেছে, এমন বুঝিয়া জাহাজ খুলিয়া ক্রীতী উপদ্বীপের কূলেই চলিল । কিন্তু অল্প ১৪ ক্ষণের পরেই উরঙ্কুদোন নামে এক প্রতিকূল প্রচণ্ড বায়ু উঠিয়া জাহাজে লাগিল, তাহার সম্মুখে জাহাজ ১৫ স্থির থাকিতে না পারাতে আমরা তাহ ছাড়িয়া ভাসিয়া যাইতে দিলাম। পরে ক্লেদা নামে এক ক্ষুদ্র ১৬ উপদ্বীপের কূলের নিকট দিয়া জাহাজ চালাইয়া বহু কষ্টে ক্ষুদ্র নৌকাখান রক্ষা করিলাম । পরে নাবি- ১৭ কেরা তাহ লইয়। রজ্জ্বদ্বারা জাহাজের তলা বান্ধিল ; পরে জাহাজ পাছে চড়াতে ঠেকে, এই ভয়ে পাইল ফেলিয়া দেওয়াতে ভাসিতে ২ চলিল ৷ কিন্তু পরদিবসে ১৮ বায়ুর প্রবলতা প্রযুক্ত জাহাজ টলটলায়মান হওয়াতে কতক২ বোঝাই সামগ্রী ফেলাইয়। দিতে হইল । এবং তৃতীয় দিবসে আমরা স্বহস্তে জাহাজের সজ্জা ১৯ সকল ফেলিয়া দিতে লাগিলাম । এবং বহুদিন প- ২ • র্যন্ত সূৰ্য নক্ষত্ৰাদি আচ্ছন্ন এবং ক্রমিক অত্যন্ত ঝড় হওয়াতে, আমাদের প্রাণ রক্ষার প্রত্যাশা কিছুই থাকিল না । অনেক দিন অনাহারে থাকিলে পর সকলের সাক্ষা- ২১ তে পেল দাড়াইয়া কহিতে লাগিল, হে মহাশয়েরা, 472