পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8q\O ক্রীতী উপদ্বীপহইতে জাহাজ না খুলিতে আমি অগ্ৰে যে পরামর্শ দিয়াছিলাম, তাহা গ্রাহ করা তোমাদের উচিত ছিল ; তাহা করিলে তোমাদের এই সকল ২২ বিপদ ও অপচয় ঘটিত না । কিন্তু সম্প্রতি তোমাদিগকে বিনতি করিয়৷ বলি, সাহস কর; তোমাদের এক প্রাণিরও হানি হইবে না, কেবল জাহাজের হানি ২৩ হইবে । কেননা যে ঈশ্বরের লোক আমি, এবং র্যাহার সেবা করি, তাহার এক দূত কল্য রাত্রিতে আ২৪ মার নিকটে দণ্ডায়মান হইয়া কছিলেন, হে পোল, ভয় করিও না, কৈসরের সম্মুখে তোমাকে উপস্থিত হইতে হইবে ; এবং তোমার এই সঙ্গি লোক সকলকে ঈশ্বর ২৫ তোমাকে দিলেন । অতএব হে মহাশয়েরা, তোমরা সাহস কর ; আমার প্রতি ষে কথা কথিত হইয়াছে, তাহ। অবশ্য ঘটিবে, ঈশ্বরেতে আমার এমন বিশ্বাস ২৬ অাছে । কিন্তু কোন উপদ্বীপের উপরে আমাদিগকে ২৭ পড়িতে হইবে। পরে এই ৰূপে আদ্রিয়া সমুদ্রে জাহাজ টলমল করিয়া ইতস্ততে গমন করিতেই চতুর্দশ দিনের দুই প্রহর রাত্রির সময়ে কোন স্থলের নিকটে উপস্থিত হইতেছে, ইহা জাহাজের লোকেরা অনুমান ২৮ করিতে লাগিল । তাহাতে তাহারা জল পরিমাণ করিয়া সে স্থানে বিংশতি বেঁউ জল দেখিল ; পরে আরও কিছু দূরে যাইয়া পুনৰ্ব্বার জল পরিমাণ করিল। ২৯ সেই স্থানে পঞ্চদশ বেঁউ জল দেখিয়া, পাছে শৈলে ঠেকে, এই ভয় প্রযুক্ত জাহাজের পশ্চাদ্ভাগে চারি লঙ্গর ফেলিয়া দিবসের অপেক্ষাতে সকলেই চাহিয়৷ ৩• থাকিল । কিন্তু জাহাজীয় লোকেরা জাহাজের অগ্র ভাগে লঙ্গর ফেলিবার ছল করিয়া সমুদ্রে নীেক না 473