পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায়। ] মথিলিখিত সুসমাচার। vరి: কহিল, দেখ, তোমার মাতা ও ভ্রাতৃগণ তোমার সহিত কোন ৪৮ কথা কহিবার ইচ্ছাতে বাহিরে দাড়াইয়া আছে । কিন্তু তিনি তাহাকে উত্তর করিলেন, আমার মাতা কে ? আর ৪৯ আমার ভ্রাতৃগণ বা কে ? পরে শিষ্যগণের প্রতি হস্ত বিস্তার ৫ • করিয়া কহিলেন, এই দেখ আমার মাতা ও আমার ভ্রাতৃগণ; কারণ যে কেহ আমার স্বৰ্গস্থ পিতার ইষ্টক্রিয়া করে, সেই আমার ভ্রাতা ও ভগনী ও মাত । ১৩ অধ্যায় । ১ বীজবাপকের দৃষ্টান্ত ১০ ও শিষ্যদের সহিত কথোপকথন ১৮ ও শিষ্যদের প্রতি দৃষ্টান্তের অর্থ জ্ঞাপন ২৪ ও বনঘাসের দৃষ্টান্ত ৩১ ও সর্ষপের দৃষ্টান্ত ৩৩ ও তাড়ির দৃষ্টান্ত ৩৪ ও শ্রীষ্টের বিষয়ে ভবিষ্যদ্বাক্য সিদ্ধি ৩৬ ও পূৰ্ব্বোক্ত দৃষ্টান্তের ব্যাখ্যা ৪৪ ও গুপ্তধনের দৃষ্টান্ত ৪৫ ও মুক্তার দৃষ্টান্ত ৪৭ ও জলনিক্ষেপের দৃষ্টান্ত ৫১ ও শিষ্যদের প্রতি কথা ৫৩ ও আপন দেশীয় লোকদ্বার স্ত্রীষ্টের অসভূম হওন । ১ অপর ঐ দিবসে যীশু গৃহহইতে যাইয়। সমুদ্রের কুলে ২ বসিলেন । সে স্থানে তাহার নিকটে অত্যন্ত জনতা উপস্থিত হওয়াতে তিনি এক নৌকায় আরোহণ করিয়া বসিলেন, এবং লোক সকল তীরেতে দাড়াইয়া থাকিল । ৩ তখন তিনি দৃষ্টান্তদ্বারা তাহাদিগকে এই প্রকারে অনেক২ উপদেশ কহিলেন । দেখ, এক জন বীজবাপক বীজ ৪ বপন করিতে গেলে, বপনের সময়ে কতক বীজ পথের পাশ্বে পড়িল, তাহাতে পক্ষিগণ আসিয়া তাহ খুঁটিয়া ৫ খাইল । আর কতক বীজ অল্প মৃত্তিকাযুক্ত পাষাণ স্থলে পড়িল, তাহাতে তাহ অলপ মৃত্তিক প্রযুক্ত শীঘ্র অঙ্কুরিত ৬ হইয়া উঠিল বটে, কিন্তু সূর্য্যোদয় হইলে দগ্ধ হইল, এবং তাহার মূল ন বসাতে শুষ্ক হইয়া গেল । আর কতক 39 영