রোমীয় মণ্ডলীর প্রতি পেল প্রেরিতের পত্র। கre) அடிக ১ অধ্যায় । ১ প্রেরিততত্ব পদে পৌলের নিযুক্ত হওন ৮ ও রোমা নগরে সুসমাচার প্রচার করিতে তাহার গমনেচ্ছ ১৪ ও সুসমাচারদ্বারা পূণ্য ও ততত্বজ্ঞান হওন ২৪ ও সুসমাচার অজ্ঞাত হইলে সকল প্রকার পাপ হওনের বিবরণ । ঈশ্বর নিজ পুত্রের যে সুসমাচার বিষয়ে ভবিষ্যদবক্তৃগণের দ্বার ধৰ্ম্মগ্রন্থে প্রতিজ্ঞ করিয়াছিলেন, সেই ২ সুসমাচার প্রচারার্থে পৃথককৃত ও আহুত এক প্রেরিত ও প্রভূ যীশু খ্রীষ্টের এক সেবক যে পোল, সে রোম নগরস্থ ঈশ্বরপ্রিয় ও আহুত তাবৎ পবিত্র লোকের নিকটে পত্র লিখিতেছে । আমাদের সেই প্রভূ যীশু খ্ৰীষ্ট শারীরিক সম্বন্ধে দামুদের বংশোদ্ভব, কিন্তু পবিত্র আত্মার সম্বন্ধে ঈশ্বরের পুত্র, ইহা কবরহইতে র্তাহার উত্থানৰূপ দৃঢ় প্রমাণের দ্বার প্রতিপন্ন হইয়াছে । আর যাহাঁদের মধ্যে তোমরা সেই যীশু খ্ৰীষ্ট কর্তৃক আহুত হইয়াছ, সেই অন্যদেশীয় লোকেরা যেন তাহার নামে বিশ্বাস করিয়া আজ্ঞাবহ হয়, এই অভিপ্রায়ে আমরা তাহাহইতে অনুগ্রহ ও প্রেরিতত্ব পদ পাইয়াছি । আমাদের পিতা ঈশ্বর এবং আমাদের প্রভূ যীশু খ্রীষ্ট তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । 480
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।