পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। 8じハ○ অভিলাষে সমর্পণ করিলে তাহদের স্ত্রীলোকের স্বভাবিক ব্যবহার ত্যাগ করিয়া বিপরীত ক্রিয়াতে প্র২৭ বৃত্ত হইল ; এবং তদ্রুপ পুরুষেরাও স্বাভাবিক স্ত্রীসঙ্গ পরিত্যাগ করিয়া পরস্পর কামানলে দগ্ধ হইয়। পুরুষ পুরুষের সহিত কুক্রিয়াতে আসক্ত হইয়। অ২৮ পন ২ ভ্রান্তির সমুচিত ফল পাইল । তাহারা আপনাদের মনে ঈশ্বরকে স্থান দিতে অসম্মত হওয়াতে ঈশ্বর তাহাদিগকে দুষ্টমন হইতে ও অসঙ্গত ক্রিয় ২৯ করিতে দিলেন । অতএব তাহারা তাবৎ অন্যায় ও ব্যভিচার ও দুষ্টতা ও লোভ ও জিঘাংসা এবং ঈর্ষ্য ও বধ ও বিবাদ ও চাতুরী ও কুরীতি ইত্যাদি ৩• দুষ্কৰ্ম্মে পরিপূর্ণ হইয়া, কর্ণেজপ ও অপবাদী ও ঈশ্বরদ্বেষক ও হিংসক ও অহঙ্কারী ও আত্মশ্লাঘী ও কু৩১ কৰ্ম্মের উৎপাদক ও পিতামাতার অনাক্তাবহ ও অবিচারক ও নিয়ম লঙ্ঘনকারী ও সুেহরহিত ও অতি৩২ দ্বেষী ও নির্দয় হইয়া উঠিল । যাহার। এতদ্রুপ কৰ্ম্ম করে তাহারাই মৃত্যুর যোগ্য, ঈশ্বরের এমত বিচার জানিয়াও তাহার এমন কৰ্ম্ম আপনারাই করে, তাহা কেবল নয়, কিন্তু এ ৰূপ কৰ্ম্মকারি লোকেতেও সন্তুষ্ট থাকে । ২ অধ্যায় । ১ পাপদ্ধারা সকলের দণ্ড হওনের বিবরণ ১১ ও তাঁহাতে যিহুদীয়েতে ও অন্যদেশীয়েতে বিশেষ না হওন ১৭ ও দোষী হইলে অন্যকে শিক্ষা দিলেও কিছু ফল না হওন ২৫ ও ব্যবস্থাপলিন ব্যতিরেকে অত্রকছেঙ্গদ্বারা ত্ৰাণ না হওন । ১ হে পরদুষক মনুষ্য, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার অার পথ নাই ; যাহাতে তুমি পরকে দোষী করিতেছ, তাহাতে আপনিও দোষী হইতেছ, 483