পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । 8レ・(t পাইয়াও পাপ করিয়াছে, ব্যবস্থানুসারেই তাহদের বি১৩ চার হইবে । ব্যবস্থ। শ্রবণ করিলেই ঈশ্বরের নিকটে নিষ্পাপ হইবে এমন নয়, কিন্তু যাহারা ব্যবস্থানুসারে ১৪ কৰ্ম্ম করে, তাহারাই পুণ্যবান গণিত হইবে । কেননা ব্যবস্থা ন পাইয়া অন্যদেশীয় লোকেরা যদি স্বভাবতঃ ব্যবস্থানু্যায়ি আচার করে, তবে ব্যবস্থা ন পাইলেও তাহার। আপনাদের ব্যবস্থাৰূপ আপনারাই হয় । । ১৫ তাহদের মন সাক্ষিস্বৰূপ হওয়াতে এবং তাহদের নান। বিতর্ক পরস্পর দোষী কিম্বা নির্দোষ করাতে তাহার। আপনারাই অন্তরস্থ লিখিত ব্যবস্থার গুণের ১৬ প্রমাণ দিবে। যে দিবসে আমাদ্বারা প্রকাশিত সুসমাচার অনুসারে ঈশ্বর যীশু খ্ৰীষ্টদ্বার। মানুষদের আন্তঃকরণের গুপ্ত কথা সকল ধরিয়া বিচার করিবেন, সেই দিবসে এমত বিচার হইবে । ১৭ তুমি নিজে বিহুদী, এবং ব্যবস্থার উপরে নির্ভর করিয়া আসিতেছ, এবং ঈশ্বরেতে আত্মশ্লাঘা করি১৮ তেছ ; এবং শাস্ত্ৰজ্ঞতা প্রযুক্ত র্তাহার অভিমত জ্ঞাত হইতেছ, এবং উত্তম কথা সকল বুঝিতেছ; আর জ্ঞানের ও সত্যধর্মের মূলস্বৰূপ যে ব্যবস্থা, তাহ তো১৯ মারি নিকটে থাকাতে, অন্ধ লোকদের পথদর্শক ও ২০ অন্ধকারস্থিত লোকদের মধ্যে আলোকস্বৰূপ এবং অজ্ঞান লোকদের জ্ঞানদাতা ও বালকদের শিক্ষক কেবল আমিই হইতেছি, মনে২ এমন অভিমান করি২১ তেছ । ভাল, পরকে শিক্ষা দেও, কিন্তু আপনি কি আপনাকে শিক্ষা দেও না ? চুরির নিষেধ ব্যবস্থা প্র২২ চার করিয়া তুমি কি আপনি চুরি করিয়া থাক ? এ বং পরকে পরদার কৰ্ম্মে নিষেধ করিয়া আপনি কি 485