পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b-bア রোমীয় মণ্ডলীর প্রতি পৰ । [৩ অধ্যায় । “চরণ রক্তপাত করিতে বেগে ধাবমান হয় ; তাহদের ১৬ “পথে অমঙ্গল ও বিনাশ থাকে ; তাহার কুশলের ১৭ “পথ জানে না; এবং পরমেশ্বর বিষয়ক ভয় তাহদের ১৮ “চক্ষুর অগোচর l” ব্যবস্থাতে যাহ। ২ লেখে, তাহ যে ১৯ ব্যবস্থার অধীন লোকদের উদেশে লেখে, ইহা অামর জানি ; সুতরাং মনুষ্যমাত্র নিরুত্তর হইয়া ঈশ্বরের সাক্ষাতে অপরাধী হইয় উঠে । অতএব ব্যব- ২ • স্থা পালনে কোন প্রাণী ঈশ্বরের সাক্ষাতে পুণ্যবান গণিত হইতে পারে না, কেননা ব্যবস্থাদ্বারা পাপজ্ঞান মাত্র জন্মে । কিন্তু ব্যবস্থার ক্রিয় ভিন্ন ঈশ্বরদত্ত যে পুণ্য ব্যব- ২১ স্থার ও ভবিষ্যদ্বক্তৃগণের বচনদ্বারা নিশ্চিত হইয়াছিল, তাহা এখন প্রকাশ পাইতেছে ; এবং যীশু খ্রীষ্টের ২২ বিশ্বাস করণেতে ঈশ্বরদত্ত ঐ পুণ্য সকলের প্রতি প্রকাশিত হইয়। তাবৎ বিশ্বাসকারির অধিকার হইতেছে। তাহাদের মধ্যে কিছু প্রভেদ নাই ; কেননা সকলেই ২৩ পাপ করাতে ঈশ্বরের তেজ বিহীন হইয়াছে । কিন্তু ২৪ তাহারা ঈশ্বরের অনুগ্ৰহেতে খ্ৰীষ্টদ্বারা বিনামূল্যে পরিত্রাণ পাইয় পুণ্যবান গণিত হইতেছে । কেননা ২৫ যাহার রক্তে বিশ্বাস করিতে হয়, এমত প্রায়শ্চিত্ত বলিস্বৰূপ তাহাকে ঈশ্বর পূৰ্ব্বে নিৰূপণ করিয়াছিলেন ; তাহাতে তিনি আপনার সহিষ্ণুতাদ্বারা পূৰ্ব্বকালক্কত পাপের মার্জন করণে আপন ন্যায় প্রকাশ করেন, এবং বর্তমান কালেও তাহ প্রকাশ করেন ; এবং ২৬ যে জন যীশুতে বিশ্বাস করে, তাহাকে পুণ্যবান গণিত করিয়াও ন্যায়কারী হন । তবে আত্মশ্লাঘা কোথায় ? ২৭ তাহা দূরে থাকে ; কিন্তু কোন ব্যবস্থা দ্বারা ? কি 488