পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ই রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। [৫ অধ্যায়। ৫ অধ্যয় । ১ বিশ্বাসদ্ধার পূণ্যবান হইলে অনেক লাভ হওন ১২ যেমন আদিমদ্বারা পাপ ও মৃত্যু তদ্রুপ গ্ৰীষ্টদ্বারা পুণ্য ও পরমায় । বিশ্বাসদ্বারা পুণ্যবান গণিত হওয়াতে ঈশ্বরের সঙ্গে ১ আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টদ্বারা আমাদের মিলন হুইয়াছে । এবং বিশ্বাসদ্বারা তাহাহইতে এই অনুগ্রহেতে ২ আশ্রয় পাইয়া আমর। তাছাদ্ধারা স্থির অাছি ও ঈশ্বরদেয় বিভবপ্রাপ্তির প্রত্যাশাতে আনন্দ করিতেছি । তাহা কেবল নয়, কিন্তু ক্লেশভোগেও আনন্দ করিতে- ৩ ছি ; কারণ ক্লেশহইতে ধৈৰ্য্য জন্মে, ও ধৈর্য্যহইতে পরীক্ষা জন্মে ; ও পরীক্ষাহইতে প্রত্যাশা জন্মে ; ও ৫ প্রত্যাশাহইতে লজ্জা জন্মে না, যেহেতুক আমাদিগের প্রতি দত্ত পবিত্র আত্মাদ্ধারা অামাদের অন্তঃকরণ ঈশ্বরের প্রেমেতে পূর্ণ হয় । আমরা নিরুপায় হইলে ৬ খ্ৰীষ্ট উপযুক্ত সময়ে পাপিদের নিমিত্তে আপনার প্রাণ দিলেন । দাতার জন্যে কেহ প্রাণ দিতে সাহস ক- ৭ রিতে পারিলেও ধাৰ্ম্মিকের জন্যে প্রায় কেহ প্রাণ দেয় না । কিন্তু আমরা পাপী হইলেও অামাদের ৮ নিমিত্তে খ্ৰীষ্ট আপনার প্রাণ দিলেন, তাহাতে ঈশ্বর আমাদের প্রতি আপন প্রেম প্রকাশ করিলেন । অত- ৯ এব তাহার রক্তপাতদ্বারা এখন পুণ্যবান গণিত হইয়। আমরা নিতান্ত র্তাহাদ্বারা দ গুহইতে রক্ষিত হইব । ফলতঃ আমরা শতু হইলেও ঈশ্বরের পুত্রের মরণদ্বা- ১ - র। র্তাহার সহিত যদি আমাদের মিলন হইয়াছে, তবে মিলন প্রাপ্ত হইলে পর তাহার জীবনদ্বারা অবশ্য রক্ষা পাইব । তাহ কেবল নয়, কিন্তু র্যাহাদ্বারা ১১ 8 492