পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । 8 SV5 এখন মিলন পাইলাম, আমাদের সেই প্রভূ যীশু খ্ৰীষ্টদ্বারা সম্প্রতি ঈশ্বরে আনন্দ করিতেছি । ১২ এক মনুষ্যদ্বারা পাপ, ও পাপদ্বারা মৃত্যু জগতে প্রবিষ্ট হইল, আর তদবধি মনুষ্যমাত্রই পাপ করাতে ১৩ সকলে মৃত্যুর অধীন হইল । কেননা ব্যবস্থা দেওন সময় পৰ্য্যন্ত জগতে পাপ ছিল ; কিন্তু যে স্থানে ব্যবস্থা নাই, সে স্থানে পাপেরও গণনা করা যায় না । ১৪ তথাপি ভাবি ব্যক্তির প্রতিৰূপ যে আদম্, তাহার কৃত পাপের সদৃশ পাপ যাহার করে নাই, তাহারাও ১৫ আদম অবধি মূসা পর্যন্ত মৃত্যুর বশে থাকিল । কিন্তু অপরাধের যেমন ভাব, সেই মত অনুগ্রহদানের ভাব নহে ; কেননা এক জনের অপরাধে যদ্যপি অনেকের । মৃত্যু ঘটিয়াছে, তথাপি এক জনের অর্থাৎ যীশু খ্রীষ্টের অনুগ্রহদানের দ্বারা তদপেক্ষা ঈশ্বরের অনুগ্রহ ১৬ ও দাতৃত্ব বাহুল্যৰূপে অনেকের প্রতি বৰ্ত্তিল । এবং এক জনের পাপ করাতে যেমন তেমন অনুগ্রহদানেতে নহে; কেননা বিচারদ্বারা একের দোষে দণ্ডাজ্ঞা হইল, কিন্তু অনুগ্রহদানদ্বারা অনেক পাপমোচন ও পুণ্যপ্রাপ্তি ১৭ হইল। কারণ এক জন পাপ করাতে একের দোষেতে যদি মৃত্যুর রাজত্ব হইল, তবে যাহারা অনুগ্রহের বহুল্য ও পুণ্যৰূপ দান প্রাপ্ত হয়, তাহার এক জনদ্বারা অর্থাৎ যীশু খ্ৰীষ্টদ্বারা পরমায়ুতে অবশ্য রাজত্ব ১৮ করিবে । এক জনের অপরাধে যেমন সকলে দণ্ডভোগের পাত্র হইল, তাদৃক এক জনের পুণ্যদ্বারা ১৯ পরমায়ু প্রাপ্তির নিমিত্তে সকলে পুণ্যবান হয় । আর এক জন অণজ্ঞা লঙঘন করাতে যেমন অনেকে অ পরাধী গণিত হইল, তেমনি এক জন আজ্ঞা পালন 493