পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8み)○ রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। [৭ অধ্যায় । হইয়াছ, তাহার আকৃতি মনে ধারণ করিয়াছ ; এই জন্যে ঈশ্বরের ধন্যবাদ হউক । এই ৰূপে তোমরা ১৮ পাপহইতে মুক্ত হইয়া ধৰ্ম্মের দাস হইতেছ। তোমা- ১৯ দের শারীরিক দুর্বলতা প্রযুক্ত আমি মানুষের মত ইহা বলিতেছি ; পূর্বে উত্তর২ অধৰ্ম্ম করিবার জন্যে যেৰূপ পাপের ও অশোচের দাসত্বে আপন২ অঙ্গকে সমর্পণ করিয়াছিল, তদ্রুপ সৎকৰ্ম্ম করণার্থে এখন ধৰ্ম্মের দাসত্বে নিজ অঙ্গকে সমর্পণ কর । যে ২ • কালে তোমরা পাপের দাস ছিল, তৎকালে ধৰ্ম্মচুত ছিল । তবে যে সকল কৰ্ম্ম তোমরা এখন লজ্জার ২১ বিষয় বোধ করিতেছ, পূর্বে তাহাতে তোমাদের কি লাভ ছিল ? সে সকল কৰ্ম্মের ফল মৃত্যুমাত্র । কিন্তু ২২ সম্প্রতি তোমরা পাপহইতে মুক্ত হইয়া ঈশ্বরের দাস হওয়াতে তোমাদের পবিত্রতাৰূপ ফল ও অনন্ত পরমায়ুৰূপ পুরস্কার আছে । কেননা পাপের বেতন ২৩ মৃত্যু, কিন্তু আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের দ্বারা ঈশ্বরের অনুগ্রহদান অনন্ত পরমায়ু । ৭ অধ্যায় । ১ ব্যবস্থা হইতে বিশ্বাসি লোকদের মুক্ত হওন ও গ্রীষ্টের প্রতি বিবাহিত হওন ৭ ও ব্যবস্থা মন্দ না হওন কিন্তু পবিত্র ও ন্যাষ্য ও হিভদায়ক হওন ১৩ ও ব্যবস্থা লঙ্ঘনদ্ধারা পাপ হইলে কেহ যদি সেই পাপ ঘৃণা করে তবে ব্যবস্থা যে উত্তম তাহ স্বীকার করে এতদ্বিবরণ । হে ভ্রাতৃগণ, ব্যবস্থাবিজ্ঞদের প্রতি আমার এই ১ নিবেদন, ব্যবস্থা কেবল যাবজ্জীবন মনুষ্যের উপরে কর্তৃত্ব করে, ইহা কি তোমরা জ্ঞাত নও? যে পৰ্যন্ত ২ স্বামী বর্তমান থাকে, তত দিন বিবাহিত। স্ত্রী ব্যবস্থ 496