পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3Ꮬb~ রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [৭ অধ য়। তাহার পরে আজ্ঞ উপস্থিত হওয়াতে পাপ সজীব হইয়া উঠিলে আমি মরিলাম । এমন হইলে জীবনজনক যে আজ্ঞ, তাহ আমার মৃত্যুজনক হইয়া উঠিল । কেননা পাপ অবকাশ পাইয়া ব্যবস্থার অ৷ জ্ঞাদ্বারা আমার ভ্রান্তি জন্মাইয়৷ তদ্বারা আমাকে সংহার করিল। অতএব ব্যবস্থা পবিত্র এবং আজ্ঞাও পবিত্র ও ন্যায্য ও হিতদায়ক হয় । তবে যে বস্তু নিজে হিতদায়ক, তাহাই কি আমার মৃত্যুজনক হইল ? এমন যেন না হয় ; কিন্তু পাপকে যেন পাপের মত দেখায়, এবং অজ্ঞাদ্বারা পাপকে যেন অতিশয়ৰূপে পাপের মত দেখায়, এই জন্যে হিতদায়ক বস্তুদ্বারা পাপ আমার মৃত্যু জমাইল । ব্যবস্থ৷ যে পারমার্থিক, ইহা আমরা জানি, কিন্তু আমি সাংসারিক ও পাপের ক্রীত দাস আছি । কেননা যে কৰ্ম্ম করি, তাহাই অামি ন জানিয়া করি ; আর যাহা ইচ্ছা করি, তাহা করি না, কিন্তু যাহা মন্দ ব|সি, তাহা করি । তথাচ যাহা অামার অনিষ্ট, এমন কৰ্ম্ম যদি করি, তবে ব্যবস্থা যে উত্তম, ইহ স্বীকার করি । অতএব সম্প্রতি সে কৰ্ম্ম আমি নিজে করি এমত নহে, কিন্তু আমার শরীরবাসকারি যে পাপ সেই করে । যেহেতুক আমাতে অর্থাৎ আমার শরীরে কোন উত্তম বিষয় বাস করে না ; ইহা অামি জানি ; আমার ইচ্ছা থাকিলেও কোন উত্তম কৰ্ম্ম করিতে অসমর্থ হই । কেননা যে উত্তম ক্রিয়া করিতে আমি বাঞ্ছা করি, তাহা করি না ; কিন্তু যে মন্দ কৰ্ম্ম করিতে ইচ্ছা করি না, তাহাই করি । অতএব যে২ কৰ্ম্ম করিতে আমার বাঞ্ছা নয়, তাহ যদি করি, তবে 498 X > > R > ○ > 8 > (t > v). > * > b> X > R o