পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । 8ᎼᎼ সে আমি স্বয়ং নহি ; আমার অন্তর্বর্তী যে পাপ ২১ সেই করে । ভাল করিতে আমার বাঞ্ছা করণ সময়ে মন্দ করিতে উপস্থিত, আমাতে এমন এক স্বভাব দে২২ খিতে পাই । আমি নূতন স্বভাবানুসারে ঈশ্বরের ২৩ ব্যবস্থাতে সন্তুষ্ট আছি । কিন্তু আমার মনের স্বভাবের বিপরীত যুদ্ধকারী ও অঙ্গস্থিত পাপের ব্যবস্থার অধীন করিতে সচেষ্ট আমার অঙ্গে স্থিত অন্য এক ২৪ স্বভাব দেখিতে পাই । হায়২ দুর্ভাগ্য মনুষ্য যে অ২৫ মি, আমাকে এই शूड শরীরহইতে কে নিস্তার করিবে ? আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টদ্বারা নিস্তারকর্তা ঈশ্বরের ধন্যবাদ করি । অতএব শরীর দিয়া পাপের ব্যবস্থার সেবা করিয়াও মন দিয়া ঈশ্বরের ব্যবস্থার সেবা করিয়া থাকি ৷ ৮ অধ্যায় । ১ ব্যবস্থাদগুহইতে খ্ৰীষ্টবিশ্বাসিদের মুক্তি ও ধর্মাচরণ ১২ ও ঈশ্বরের পুত্র হওন ও বিভব অপেক্ষ করণ ও তাহাতে নিযুক্ত হওন ৩১ ও খ্ৰীষ্টদ্বারা তাহীদের লাভ ও জয় । ১ যাহার। খ্ৰীষ্ট যীশুতে আশ্রিত হইয়া সাংসারিক আচারানুসারে না চলিয়া পারমার্থিক আচার ব্যবহার ২ করে, তাহারা এখন দণ্ডের পাত্র হয় না । জীবনদায়ক ও পারমার্থিক যে খ্রীষ্ট যীশুর ব্যবস্থা, তাহ। পাপ ও মৃত্যুদায়ক ব্যবস্থাহইতে আমাকে মুক্ত করি৩ য়াছে । যেহেতুক শরীরের দ্বারা দুর্বলতা প্রযুক্ত ব্যবস্থার যে কৰ্ম্ম অসাধ্য, ঈশ্বর পাপ বলিদানার্থে নিজ পুত্রকে পাপি লোকের সদৃশ মূৰ্ত্তিতে প্রেরণ পূৰ্ব্বক র্তাহার শরীরে পাপের দণ্ড দিয়া তাহ সাধন করি ৪ য়াছেন। তাহাতে সাংসারিক আচারানুসারে না চলি 499