পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 : 3 রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [১২ অধ্যায়। কেহ সেবাকারী হয়, তবে সে তদ্রুপে ঐ সেবা করুক ; অথবা কেহ যদি অধ্যাপক হয়, তবে সে তজপে অধ্যয়ন করাউক ; এবং যে উপদেশক হয়, সে তদ্রুপে উপদেশ দিউক ; এবং যে দাতা, সে সরলতা পূর্বক দান করুক ; যে শাসনকৰ্ত্ত হয়, সে যত্নপূর্বক শাসন করুক ; আর যে দয়াকারী হয়, সে হৃষ্টমনে দয়া করুক । আর তোমাদের প্রেম কাপট্যরহিত হউক ; তোমর মন্দ বিষয়ে বিরক্ত হইয়া উত্তম বিষয়ে অনুরক্ত হও । এবং ভ্রাতৃভাবের প্রেমেতে পরস্পর প্রেম কর, ও সমাদর পূর্বক এক জন অন্য জনকে শ্রেষ্ঠ জ্ঞান কর । এবং কাৰ্য্যেতে নিরালস্য ও আত্মাতে উদযোগী হইয়। প্রভুর সেবা কর । এবং প্রত্যাশাতে আনন্দিত হও ; ও দুঃসময়ে ধৈৰ্য্যান্বিত হও ; ও প্রার্থনাতে সতত প্রবৃত্ত হও ও পবিত্রদিগের দীনতা দূর কর; ও অতিথি সেবাতে রত হও । যাহারা তোমাদের তাড়ন। করে, তাহাদিগকে আশীৰ্ব্বাদ কর ; শাপ ন দিয়। আশীৰ্ব্বাদ কর । যাহারা আনন্দ করে, তাহদের সহিত আনন্দ কর ; যাহারা রোদন করে, তাহীদের সহিত রোদন কর । অণর পরস্পর তোমাদের মনের এক ভাব হউক ; এবং উচ্চপদণকাজক্ষী না হইয়া ইতর লোকদের সহিতও কোমল ব্যবহার কর ; আপনাদিগকে জ্ঞানবান বোধ করিও না । পরহইতে অপকার প্রাপ্ত হইলেও তাহার অপকার করিও না ; সকলের দৃষ্টিতে যে কৰ্ম্ম উত্তম, তাহাই কর । যদি হইতে পারে, তবে সাধ্যপৰ্যন্ত সকলের সহিত নিৰ্ব্বি রোধে কাল যাপন কর । হে প্রিয় বন্ধুগণ, কাহারে 514 X > > R > Nう > 8 > (t Y &ა > 영 > ゲ X >