পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > ১৩ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । Q>(。 কুপ্রতীকার করিও না, কিন্তু ক্রোধকে স্থান দেও, যেহেতুক লিপি আছে, “পরমেশ্বর কহিতেছেন, প্র“তিফল দেওয়া আমার কৰ্ম্ম, আমিই সমুচিত দণ্ড “দিব ।” এই জন্যে “তোমার শত্ৰু যদি ক্ষুধিত হয়, “তবে তাহাকে ভোজন করাও ; এবং যদি তৃষ্ণাযুক্ত “হয়, তবে তাহাকে জলপান করাও ; তাহাতে তু“মি তাহার মস্তকে জ্বলদগ্নিরাশি করিয়া রাখিব ।” কুক্রিয়াতে পরাজিত না হইয়। উত্তম ক্রিয়াতে কুক্রিয়াকে পরাজয় কর । ১৩ অধ্যায় । ১ রাজপ্রভৃতি লোকদের বশীভূত হওয়া উচিত ৮ ও ব্যবস্থার সার প্রেমের বিষয়ে ১১ ও অন্ধকাররূপ কর্ম ত্যাগ করিয়া দীপ্তিরূপ কর্ম করণের আবশ্যকতা । তোমর প্রত্যেক জন বৰ্ত্তমান শাসনপদের অধীন হও, কেননা যে সমস্ত শাসনপদ আছে, সকলি ঈশ্বরের স্থাপিত ; ঈশ্বর ব্যতিরেকে পদস্থাপন হয় না । এই জন্যে যে জন শাসন পদের বিরুদ্ধে অণচরণ করে, সে ঈশ্বরের নিৰূপিত আজ্ঞার বিরুদ্ধে আচরণ করে ; আর যাহারা তাহ করে, তাহারা আপনাদের সমুচিত দণ্ড ঘটায় । শাসনকৰ্ত্ত সদাচারির প্রতি নয়, কিন্তু অসদাচারির প্রতি ভয়জনক হয় ; তাহার নিকটে তুমি কি নিৰ্ভয় হইতে চাহ ? তবে সৎকৰ্ম্ম কর, তাহাতে তাহাহইতে প্রতিষ্ঠা পাইবা ; কেনন। সে তোমার মঙ্গলের নিমিত্তেই ঈশ্বরের সেবক হইয়াছে । কিন্তু অসৎকৰ্ম্ম যদি কর, তবে তোমার শঙ্কা করা উচিত বটে ; কেনন। সে নিরর্থক খড়গ ধারণ করে না ; যে২ লোক কুকৰ্ম্ম করে, তাহাদেরই সমু 515