পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। 35 ত্রের বনঘাসের দৃষ্টান্তকথা আমাদিগকে স্পষ্ট করিয়৷ ৩৭ বলুন । তাহাতে তিনি উত্তর করিলেন, যিনি ভাল বীজ ৩৮ বপন করেন, তিনি মনুষ্যপুত্র । এবং ক্ষেত্র জগৎ ও ভাল বীজ রাজ্যের সন্তানগণ ; এবং বনঘাস পাপাত্মার সন্তান ; ৩৯ ও যে শতু তাহা বুনিয়াছিল সে শয়তান এবং ছেদনের ৪ • সময় জগতের শেষ ; ও ছেদকের স্বৰ্গীয় দূতগণ । আর যেমন বনঘাসকে একত্র করিয়া দগ্ধ করে, তেমনি জগতের ৪১ শেষে হইবে ; অর্থাৎ মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন ; তাহাতে তাহারা তাহার রাজ্যহইতে তাবৎ ৪২ বিঘ্নকারি বিষয় ও অধাৰ্ম্মিক লোকদিগকে একত্র করিয়া অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিবে ; সেই স্থানে রোদন ও দন্তের ৪৩ ঘর্ষণ হইবে । তখন ধাৰ্ম্মিক লোকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় তেজঃপুঞ্জ হইবে । যাহার কর্ণ থাকে সে শুনুক ! ৪ ৪ আর কেহ ক্ষেত্রমধ্যে আচ্ছাদিত যে ধন দেখিয়৷ গুপ্ত করিয়া রাখে, পরে আনন্দেতে যাইয় আপনার সর্বস্ব বিক্রয় করিয়৷ সেই ক্ষেত্র ক্রয় করে, তাহারি মত স্বগের রাজ্য । ৪৫ আর কোন বণিক উত্তম মুক্ত অন্বেষণ করিয়া মহামূল্য ৪৬ মুক্ত দেখিয়া আপন সর্বস্ব বিক্রয় করিয়া তাহ ক্রয় করে, তাহারি মত স্বগের রাজ্য । ৪৭ পুনশ্চ স্বর্গের রাজ্য সমুদ্রে নিক্ষিপ্ত সকল প্রকার সংগ্ৰহ৪৮ কারী এক জালের সদৃশ। ঐ জাল পরিপূর্ণ হইলে লোকের যেমন কুলেতে তুলিয়া বসিয়া ভাল মৎস্যাদি কুড়াইয়। ৪৯ পাত্রে রাখে, আর মন্দ সকল ফেলিয়া দেয়, তেমনি জগতের শেষে হইবে ; ফলতঃ স্বর্গের দূতগণ আসিয়া পুণ্যবান ৫ - লোকদের মধ্যহইতে পাপিদিগকে পৃথক করিয়৷ অগ্নিকুণ্ডে 43