পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২২ রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [১৫ অধ্যায় । মার দ্বারা কৰ্ম্ম সাধন না করিতেন, তবে কোন কথ। কহিতে তামার সাহস হইত না । আমি যিৰূশালম অবধি ইলুরিয়৷ পৰ্যন্ত সৰ্ব্বত্র খ্রীষ্টের সুসমাচার প্র X > চণর করিয়াছি । কিন্তু অন্যের পত্তনের উপরে যেন ২০ ন। গাথি, এই নিমিত্তে যে২ স্থানে খ্রীষ্টের নাম কখ নো শুনা যায় নাই, সেই ২ স্থানে সুসমাচার প্রচার করিতে আমার চেষ্ট হইল । যেমত লিখিত আছে, ২১ “যাহাদের নিকটে তিনি প্রকাশিত ছিলেন না, তাহ“রাই দেখিতে পাইবে, এবং যাহার কখনে। শুনে “নাই তাহার। বিবেচনা করিবে ।” তাহাতে আমি ২২ তোমাদের নিকটে গমন করিতে চাছিলে বার ২ বাধ৷ পাইলাম । কিন্তু এই ক্ষণে এ অঞ্চলে গন্তব্য স্থান আর না থাকাতে, ও তোমাদের নিকটে গমন করিতে বহু বৎসরাবধি তামার বড় বাঞ্ছা হওয়াতে, যে সময়ে ইস্পানিয়া দেশে যাত্র। করিব, তৎকালে তোমাদের নিকট দিয়া যাইব । তাহাতে তোমাদের সহিত যে পথঘটিতে সাক্ষাৎ হয়, এবং তোমাদের সঙ্গে অপলাপ ব্যবহার করিয়! সন্তোষ পাইলে পর তোমাদের দ্বারা যে যাইবার সুসার পাই, এমন অমার আশা আছে । কিন্তু সম্প্রতি পবিত্রদিগের সেবা করিতে যিৰূশালম নগরে যাইতেছি । কারণ মাকিদনিয়া ও অাখায়। দেশীয় লোকেরা যিৰূশালমস্থিত দীনহীন পবিত্র লোকদের উপকারের নিমিত্তে চাদ। করিয়া কিছু অর্থ দেওয়া বিহিত জ্ঞান করিয়াছে । আর তাহার এই প্রকার বিহিত জ্ঞান করিয়াছে বটে, যেহেতুক তাহারা তাহদের ঋণগ্রস্ত হয় ; ফলতঃ ভিন্ন দেশীয়ের। যদি তাহীদের দ্বারা পারমর্থিক ধন পায়, 522 > No R 8 ૨ (t ২ ৩ ૨ ૧