পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t: 8 রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [১৬ অধ্যায় । হার প্রয়োজনানুসারে তোমাদের হইতে যে উপকার হইতে পারে তাছা করিব ; কেননা তাহহেইতে অনেকের, বিশেষতঃ আমার উপকার হইয়াছে । অপর ৩ যে প্রিস্কিল্প ও আকূিল খ্ৰীষ্ট যীশুর সেবা বিষয়ে আমার সহকারী, এবং আমার প্রাণের নিমিত্তে আপনাদের প্রাণ দিতে উদ্যত ছিল, তাহাদিগকে অামার নমস্কার জানাইও । তাহদের কাছে কেবল আমি ৪ কৃতজ্ঞতা স্বীকার করি এমন নয়, কিন্তু অন্যদেশীয় তাবৎ মণ্ডলীর লোকেরাও করে । আর তাহীদের ৫ গৃহে মণ্ডলীস্থ সকলকেও আমার নমস্কার জানাইও ; এবং তাশিয়া দেশে খ্রীষ্টের পক্ষ প্রথমজাত ফলস্বৰূপ যে ইপেনিত নামে আমার প্রিয় বন্ধু, তাহাকেও আমার নমস্কার জানাইও । এবং বহু শ্রম পূর্বক ৬ অণমাদের উপকার করিয়াছিল যে মরিয়ম, তাহাকে আমার নমস্কার জানাইও । এবং প্রেরিতদের কাছে ৭ প্রতিষ্ঠিত, ও আমার আগ্ৰে খ্ৰীষ্টশ্রিত, ও অামার জ্ঞাতি ও সহবন্ধি যে আন্দ্রনীক ও যুনিয়, তাহাদিগকেও আমার নমস্কার জানাইও । এবং প্রভুর আশ্রিত ৮ আমার প্রিয়তম অমৃপ্রিয়কে আমার নমস্কার বলিও । অণর গ্রীষ্টসেব। বিষয়ে আমাদের সহকারি উৰ্ব্বান- ৯ কে ও আমার প্রিয়তম, স্তাগুকে আমার নমস্কার জানাইও । এবং খ্রীষ্টের প্রকৃত ভক্ত অাপিল্লিকে ১ • অামার নমস্কার বলিও ; এবং অরিষ্টবুলের পরিজনদিগকে আমার নমস্কার জানাইও । আর আমার ১১ জ্ঞাতি হেরোদিয়োনকে আমার নমস্কার বলিও, এবং নকিসের পরিজনের মধ্যে যাহারা প্রভুর আশ্রিত, তাহাদিগকে নমস্কার বলিও ; আর প্রভুর সেবাতে ১২ 524