পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। ৫২৫ পরিশ্রমকারিণী তুফেন ও তুফোষাকে নমস্কার বলিও ; এবং প্রভুর সেবাতে অত্যন্ত পরিশ্রমকারিণী যে প্রিয়। ১৩ পর্ষী, তাহাকে নমস্কার জানাইও ; আর প্রভূর মনোনীত ৰূফকে, এবং আমার ধৰ্ম্মমাতা তাহার মা১৪ তাকে নমস্কার বলিও । আর অসুস্কৃিত ও ফুিগোন ও হর্ম ও পাত্রোব ও হর্মি এবং ইহাদের সঙ্গি ভ্রাতৃ১৫ গণকে নমস্কার জানাইও । আর ফিললগ, ও যুলিয়া, ও নীরিয় ও তাহার ভগিনী, এবং অলুম্প, ইহাদিগকে এবং ইহাদের সহিত যত পবিত্র লোক আছে, সে ১৩ সকলকে নমস্কার বলিও ! তোমরা পরস্পর পবিত্র চুম্বন পূর্বক নমস্কার করিও । খ্রীষ্টের মণ্ডলীগণ তোমাদিগকে নমস্কার জানাইতেছে । > 영 হে ভ্রাতৃগণ, তোমাদিগকে বিনতি করিয়া বলি, তোমরা যে২ উপদেশ পাইয়াছ, তদ্বিপরীত আচরণ করাতে যাহারা বিচ্ছেদ ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়া রাখিয় তাহীদের সহিত কোন ব্যবহার ক১৮ রিও না । কেননা এই প্রকার লোকেরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সেবা করে তাহ নয়, আপন ২ উদরের সেবা করে, এবং সভ্য কথা ও মিষ্ট বাক্য১৯ দ্বারা সরল লোকদের মন ভুলায় । কিন্তু জগৎসমুদয়ে তোমাদের আজ্ঞাকারিত্ব প্রকাশ হওয়াতে তোমাদের বিষয়ে আনন্দিত হইলাম ; তথাপি তোমরা যে সৎকৰ্ম্ম বিষয়ে বিজ্ঞ হইয়। অসৎ কৰ্ম্মে অবিজ্ঞ ২ • হও, ইহা অামার বাঞ্ছা । তাহা হইলে শান্তিদায়ক ঈশ্বর তোমার পদতলে শয়তানকে অবিলম্বে দলিত করিবেন । আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে অনুগ্রহ করুন । আমেন ! 525