করিন্থীয় মণ্ডলীর প্রতি পেল প্রেরিতের প্রথম পত্র। ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৪ ও করিস্থীয় লোকদের প্রতি অনুগ্রহ হওয়াতে পেীলের ধন্যবাদ ১০ ও অনৈক্য প্রযুক্ত তাহাদের প্রতি অনুযোগ ১৭ ও সুসমাচারের গুণের প্রশ৭সা ২ ৬ ও তদ্বুরি অজ্ঞান ও ক্ষুদ্র লোকদের পরিত্রাণ ও ঈশ্বরের মহিমা প্রকাশ হওন । ১ খ্ৰীষ্ট যীশুকর্তৃক শুচীকৃত ও আহুত করিন্থ নগরস্থিত ঈশ্বরের পবিত্র মণ্ডলীর প্রতি, আর অন্য স্থানস্থ যে সকল লোক আমাদের ও তাহদের প্রভূ যীশু খ্রীষ্টের ২ নামে প্রার্থনা করিতেছে তাহদের প্রতি, ঈশ্বরেচ্ছানুক্রমে যীশু খ্রীষ্টের আহূত প্রেরিত পেল এবং সে৩ স্থিনি নামে এক ভ্রাতা পত্র লিখিতেছে । আমাদের পিতা ঈশ্বর এবং প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । ৪ ঈশ্বর যীশু খ্ৰীষ্টদ্বারা তোমাদিগকে অনুগ্রহ প্রদান করিয়াছেন, তাহাতে আমি তোমাদের জন্যে সতত ৫ অপেন ঈশ্বরের ধন্যবাদ করিতেছি । তোমাদের মধ্যে ৬ খ্ৰীষ্ট বিষয়ক সাক্ষ্য যেমন সপ্রমাণ হইয়াছে, তেমনি তোমরাও খ্ৰীষ্টদ্বারা বক্তৃতা ও জ্ঞান প্রভৃতি সকল গুণে ৭ গুণবান হই য়াছ । অতএব তোমরা কোন ধৰ্ম্মদানে 527
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।