পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ും করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ২ অধ্যায় । নাই, ইহা তোমরা দেখিতেছ । কেননা ঈশ্বর বিদ্বান ২৭ লোকদিগকে লজ্জা দিবণর জন্যে মুর্থ লোকদিগকে মনোনীত করিলেন ; এবং বলবান লোকদিগকে লজ্জা দিবার জন্যে দুৰ্ব্বল লোকদিগকে মনোনীত করিলেন ; এবং বর্তমান লোকদের গৰ্ব্ব খর্ব করিতে অপকৃষ্ট ও ২৮ হেয় এবং অবর্তমান লোকদিগকে মনোনীত করিলেন ; তাহাতে ঈশ্বরের সাক্ষাতে কোন প্রাণী অগত্মশ্লাঘ। ক- ২৯ রিতে পারে না । কিন্তু যিনি ঈশ্বরদ্বারা অামাদের ৩০ জ্ঞান ও পুণ্য ও পবিত্রতা ও মুক্তিস্বরূপ হইয়াছেন, ঈশ্বরের অনুগ্রহুেতে তোমরা সেই খ্ৰীষ্ট যীশুতে আছ ৷ অতএব যেমন লিপি আছে, “যে জন শ্লাঘ। করে, সে ৩১ “পরমেশ্বরে শ্লাঘ করুক ৷” ২ অধ্যায় । ১ পৌলের সুসমাচার প্রকাশ করণে বাকপটুতা ও বিদ্যার নৈপূণ্যদ্বারা তাহা না করণের বিষয় ৬ কিন্তু সাংসারিক জ্ঞানহইতে শ্রেষ্ঠ যে ঈশ্বরের জ্ঞান তাহাদ্বারা সুসমাচার প্রচার করণ। হে ভ্রাতৃগণ, যে সময়ে ঈশ্বরদত্ত সাক্ষ্য প্রচার ক- ১ রিতে তোমাদের নিকটে আইলাম, তৎকালে বাক, পটুতা কি বিদ্যার নৈপুণ্য প্রকাশ করিতে আইলাম, তাহা নয় ; কিন্তু যীশু খ্রীষ্টের এবং তাহার ক্রুশে ২ হত হওনের কথা, এতদ্ভিন্ন তোমাদের মধ্যে তার কোন কথা ন জানাইতে মনে স্থির করিলাম। আর ৩ অতিশয় দুৰ্ব্বলতা ও ভয় ও কম্পযুক্ত হইয়া তোমাদের সহিত ছিলাম। আর তোমাদের বিশ্বাস মা- ৪ নুষের কোন কৌশলেতে স্থাপিত না হইয়া যেন কেবল ঈশ্বরের শক্তিতে স্থাপিত হয়, এই জন্যে অামার ৫ কথোপকথন ও সুসমাচার প্রচার সাংসারিক বিদ্যার 530