পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6: ৩ 영 しア సి o ৪ অধ্যায়।] रूक्लिीज़ মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ○ Nう○ যিনি প্রভু, তিনি আমার বিচারকর্তা । অতএব প্রভুর আগমন সময়ের পূৰ্ব্বে কোন বিচার করিও না ; তিনি অন্ধকারস্থিত গুপ্ত কথা সকল অালোতে প্রকাশিত করিবেন, এবং মনের গুপ্ত পরামর্শ সকল ব্যক্ত করিবেন, তাহাতে ঈশ্বরহইতে প্রত্যেক জনের প্রতিষ্ঠা হইবে । হে ভ্রাতৃগণ, তোমরা আমাদের দ্বার। শিক্ষিত হইয়া বিধি অতিক্রম করিয়া কাহাকেও যেন শ্রেষ্ঠ করিয়া না মান ; এবং এক জনের সপক্ষ ও অন্যের বিপক্ষ হইয়া যেন অহঙ্কারী না হও, এই নিমিত্ত্বে তোমাদের মঙ্গল ভাবিয়া এ বিষয়ে আমি আপনাকে ও আপলোকে নিদর্শনস্বৰূপ করিয়াছি । অন্যহইতে তোমাকে কে বিশেষ করেন ? অার তোমাকে দত্ত হয় নাই, তোমার এমনই বা কি আছে ? অতএব অন্যহইতে যদি পাইয়া থাক, তবে নিজের বস্তু জ্ঞান করিয়া কেন আত্মশ্লাঘা করিতেছ ? তোমরা কি সম্পর্ণ ও ধনবান হইয়। আমাদের অবর্তমানে রাজত্ব করি, তেছ ? তোমরা যে রাজত্ব কর, ইহা আমার বাঞ্ছা, তাহাতে আমরাও তোমাদের রাজত্বের ভাগী হইতে পারি । বোধ হয়, প্রেরিত যে আমরা, ঈশ্বর অামাদিগকে বধ্য লোকদের ন্যায় অবশিষ্ট করিয়া দেখাইতেছেন, তাহাতে আমরা তাবতের অর্থাৎ স্বর্গদূত ১ • গণের এবং মানুষগণের কৌতুকাস্পদ হইতেছি । খ্ৰী ষ্টের নিমিত্তে আমরা মূঢ়, কিন্তু তোমরা খ্রীষ্টেতে জ্ঞানী ; এবং আমরা দুর্বল, কিন্তু তোমরা সবল ; এবং তোমরা সম্মানিত, কিন্তু আমরা অপমানিত । ১১ আমরা অদ্য পর্যন্ত ক্ষুধাৰ্ত্ত ও তৃষ্ণাৰ্ত্ত ও বস্ত্রহীন ও 535