পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৩৮ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [৬ অধ্যায়। দ্বারা নয়, কিন্তু তাড়ীশূন্য রুটার দ্বারা অর্থাৎ সরলতা ও সত্যতাদ্বারা পৰ্ব্ব পালন করি । তোমরা ব্যভিচারি প্রভৃতি লোকের সহিত আচার ব্যবহার করিও না, এ কথা তোমাদের প্রতি পত্রেতে লিখিয়াছি; কিন্তু সাংসারিক ব্যভিচারী, ও লোভী, ও দুবৃত্ত, ও দেবপূজক ইত্যাদি লোকদের সহিত আচার ব্যবহার করিতে নিষেধ করিয়াছি তাহাই নয়, কেননা তাহা করিতে গেলে জগতের বাহিরে গমন করিতে হয় । কিন্তু কোন জন যদি ভ্রাতৃনামে খ্যাত হইয় ব্যভিচারী কি লোভী কি দেবপূজক কি নিন্দক কি মত্ত কি দুবৃত্ত হয়, তবে এমন লোকের সহিত সঙ্গ করিও না, এবং আহার ব্যবহারও করিও না, এখন এইমাত্র লিখিলাম । যাহারা মণ্ডলী বহির্ভূত, তাহদের বিচার করিতে আমার কি অধিকার ? বহির্ভূত লোকদের বিচার ঈশ্বর করিবেন ; কিন্তু মণ্ডলীভুক্ত লোকদের বিচার তোমরা কি করিব না ? অতএব এক্ষণে আপনাদের মধ্যহইতে সেই পাপিষ্ঠ ব্যক্তিকে দুর করিয়া দেও ! ৬ অধ্যায় । ১ আন্দাশ করণের জন্যে করিস্থীয়দের প্রতি পৌলের অনুযোগ ১ ও ঈশ্বরের রাজ্যেতে পাপি লোকদের অনধিকার ১২ ও পবিত্র হওনের আবশ্যকতা । তোমাদের এক জন অন্য জনের উপরে আদেশ করিতে উদ্যত হইলে, সে তাহ পবিত্ৰলোকদের নিকটে না করিয়া কি অধাৰ্ম্মিক লোকদের নিকটে সমাধা করিতে দুঃসাহস করে ? পবিত্র লোকেরা যে জগজ্জনের ৰিচার করিবে, ইহা কি তোমরা জান না ? 538 X • X > > R > ○