পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৪০ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । (৬ অধ্যায় । সকল দ্রব্য অামার প্রতি আনিষিদ্ধ, কিন্তু সকলই ১২ মঙ্গল জনক নয় ; পরন্তু সকলি আমার প্রতি আনিষিদ্ধ হইলেও কোন দ্রব্যের অধীন হইয়া থাকিব না । আহারের নিমিত্তে উদর, ও উদরের নিমিত্তে আহার, কিন্তু ঈশ্বর উভয়ের শেষ করবেন ; আর আমাদের শরীর ব্যভিচারের নিমিত্তে নয়, কিন্তু প্রভুর নিমিত্তে, এবং প্রভু তামাদের শরীরের নিমিত্তে । তাছাতে ঈশ্বর যেমন কবরহইতে প্রভুকে উত্থান করাইয়াছেন, তেমনি নিজ পরাক্রমদ্বার। আমাদিগকেও উত্থান করাইবেন । আর তোমাদের দেহ যে খ্রীষ্টের অঙ্গস্বৰূপ, ইহা কি তোমরা জান না ? তবে খ্রীষ্টের অঙ্গ লইয়া কি বেশ্যার অঙ্গস্বৰূপ করিব ? এমন যেন না হয় । কেননা বেশ্যাতে আসক্ত হইলে উভয়ে একাঙ্গ হয়, ইহা কি তোমরা জান না ? যেহেতুক ঈশ্বর কহিয়াছেন, “সে দুই জন একাঙ্গ হ“ইবে ।” তদ্রুপ যে জন প্রভুতে আসক্ত, সে প্রভুর সহিত একাত্মা হয় ; এই জন্যে ব্যভিচার কৰ্ম্মহইতে দূরে থাক । মনুষ্যেরা অন্যান্য যে সকল পাপ করে, তাহাতে তাহীদের শরীর লিপ্ত থাকে না ; কিন্তু যে কেহ ব্যভিচার কৰ্ম্ম করে, সে আপন শরীরের বিরুদ্ধে পাপ করে । তোমাদের শরীর ঈশ্বরহইতে প্রাপ্ত অন্তরস্থ পবিত্র আত্মার মন্দিরস্বৰূপ, ইহা কি তোমরা জ্ঞাত নও ? তোমরা আপনাদের তাপনি নও, যেহেতুক বিশেষ মূল্যে ক্রীত হইয়াছ ; অতএব তোমাদের যে শরীর ও আত্মা ঈশ্বরের, তদুভয় দিয়া ঈশ্বরেরই মহিমা প্রকাশ কর । 540 > N○ X 8 > 6. > \V) > * > b一 S \, R •