পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 88 করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। [৭ অধ্যায় । করে, তাহাতে তাহারও পাপ নাই ; তথাপি তাহদের শারীরিক ক্লেশ জন্মিবে ; কিন্তু তাহদের প্রতি আমার দয়া হইতেছে । হে ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে কহিতেছি, অবশিষ্ট সময় অতি সংক্ষেপ ; অতএব যাহাদের স্ত্রী বর্তমান আছে, তাহার। স্ত্রীহীনের ন্যায় ; এবং যাহার রোদন করে, তাহারা আরোদনকারির ন্যায় ; এবং যাহারা আনন্দিত, তাহারা নিরানন্দের ন্যায় ; ও য়াহারা ক্রয় করে, তাহারা অনধিকারিদের ন্যায় হউক ; আর যাহার এই সংসারের ব্যবসায় করে, তাহারা অবিহিত ৰূপে না করুক, যেহেতুক এই জগতের অভিনয় লুপ্ত হইয়। যায় । কিন্তু তোমরা ভাবিত না হও, এই আমার বাঞ্ছা । যে জন অবিবাহিত, সে কি ৰূপে প্রভুর সন্তোষ জন্মাইতে পারে, প্রভুর এমন বিষয়ের চিন্তা করে । কিন্তু যে জন বিবাহিত, সে কি প্রকারে নিজ পত্নীর সন্তোষ জন্মাইতে পারে, সাংসারিক এমন বিষয়ের চিন্তা করে । তেমনি বিবাহিতা ও অবিবাহিত স্ত্রীতেও এই প্রভেদ আছে ; অবিবাহিত৷ স্ত্রী শরীর ও মন যেন পবিত্র হয়, প্রভুর এমন বিষয়ের চিন্তা করে ; কিন্তু বিবাহিত যে স্ত্রী, সে কি প্রকারে স্বামির সন্তোষ জন্মাইতে পারে, সাংসারিক এমন বিষয়ের চিন্তা করে । এই সকল কথা তোমাদিগকে ফঁাদে ফেলিবার জন্যে কহিতেছি, তাহ নয় ; কিন্তু বিহিতৰূপে যেন কাৰ্য্য কর, এবং চাঞ্চল্যরহিত মনোদ্বারা ঈশ্বরের সেবাতে নিযুক্ত থাক, তোমাদের এই হিত বুঝিয়া ইহা কহিতেছি । কন্যার যৌবনাবস্থা প্রায় গত হইলে বিবাহ দে 544 ૨ જ Nలి e Nご > N○さ Nථි උ N○8 Nう○ N○○