পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ] ৰুরিস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ● ● ● রাতে তাহাদের তেইশ সহস্ৰ লোক এক দিনে মারা পড়িল, আমরা যেন তেমন ব্যভিচার কৰ্ম্ম না করি । ৯ এবং যেমন খ্রীষ্টের পরীক্ষা করাতে তাহদের মধ্যে কতক লোক সৰ্পদংশনেতে বিনষ্ট হইল, আমরা যেন ১ • তেমন তাহার পরীক্ষা না করি । আর তাহদের কতক লোক যেমন বচসা করাতে সংহারকদ্বারা হত ১১ হইয়াছিল, আমরা যেন তাদৃশ বচস না করি । তাহণদের প্রতি এই যে সকল ঘটিয়াছিল, সেই সকল দৃষ্টান্তস্বৰূপ হইয়া জগতের অন্তযুগে বর্তমান যে আমর, অামাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছে । ১২ অতএব যে কেহ আপনাকে সুস্থির করিয়া মানে, সে ১৩ যেন পতিত না হয়, এ বিষয়ে সাবধান হউক । ম|নুষের প্রতি যে পরীক্ষা সম্ভব হয়, তাহা ব্যতিরেকে তোমাদের আর কোন পরীক্ষা ঘটে নাই ; আর বিশ্বাস্য যে ঈশ্বর, তিনি তোমাদের ক্ষমতার অতিরিক্ত পরীক্ষাতে তোমাদিগকে পড়িতে দিবেন না ; কিন্তু তোমরা যেন সহ্য করিতে পার, এই জন্যে পরীক্ষা ঘটনের সময়ে রক্ষার পথ প্রস্তুত করিবেন । ১৪ হে প্রিয় ভ্রাতৃগণ, দেবপূজাহইতে বিমুখ হও । ১৫ অামি বিজ্ঞ লোকদের সদৃশ তোমাদিগকে কহিতেছি, ১৬ তোমরা আমার কথার বিবেচনা কর । আমরা যে আশীৰ্ব্বাদৰূপ পাত্রের ধন্যবাদ করিতেছি, তাহাতে কি আমরা খ্রীষ্টের রক্তের সহভাগী নহি ? এবং যে রুটী ভাঙ্গিতেছি, তাহাতে কি আমরা খ্রীস্টের শরীরের ১৭ সহভাগী নহি ? যেমন এক রুট আছে, তেমনি অমর অনেক হইয়াও এক শরীরস্বৰূপ হইতেছি, কা ১৮ রণ আমরা সকলে এক রুটার সহভাগী ৷ ইস্রায়েল 551