পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ] মরস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ●(t(t যদি আপত্তি করে, তবে ঈশ্বরের মণ্ডলীদের ও অমাদের এই প্রকার ব্যবহার করা হয় না । ১৭ তোমরা একত্র হইলে হিত প্রাপ্ত না হইয়া অহিত প্রাপ্ত হও, ইহার নিমিত্তে আমি তোমাদিগকে প্রশং১৮ সা করি না । যেহেতুক প্রথমে মণ্ডলী একত্র হইলে তোমাদের পরস্পর ভিন্নভাব হয়, এ কথা আমি শুনি১৯ তেছি, তাহীতেও কিঞ্চিৎ বিশ্বাস হয় । কেননা তোমাদের যে২ প্রকৃত লোক, তাহারা যেন প্রকাশিত হয়, ইহার জন্যে তোমাদের মধ্যে মতান্তর হওয়া আবশ্যক ২ • আছে । তোমরা যখন এক স্থানে একত্র হও, তৎকালে তোমরা যে প্রভুর ভোজ ভোজন কর, এমন ২ ১ নয় ; কারণ ভোজন সময়ে তোমাদের কেহ কাহারও অপেক্ষা না করিয়া ভোজন করে, তাহাতে কেহ বা ২২ ক্ষুধিত থাকে, ও কেহ বা পরিতৃপ্ত হয় । ভোজন পান করিতে কি তোমাদের গৃহ নাই ? কিম্বা ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ বোধ করিয়া খাদ্যহীন লোকদিগকে কি লজ্জ। দিতেছ ? এই বিষয়ে কি কহিব ? কি তোমাদের প্রশংসা করিব ? তাহা করিতে পারি না । ২৩ আমি প্রভুহইতে প্রাপ্ত যে উপদেশ তোমাদিগকে দিয়াছি, তাহ এই ; পরহস্তগত হওনের রাত্রিতে প্ৰভু ২৪ যীশু রুটা লইয়া ঈশ্বরের গুণানুবাদ পূৰ্ব্বক ভাঙ্গিয় কহিলেন, “ইহা লইয়া ভোজন কর; তোমাদের নিমিত্তে ভগ্ন আমার শরীরস্বৰূপ এই রুট ; আমাকে ২৫ মরণ করিবার জন্যে ইহা ভোজন কর । অপর ভোজন সাঙ্গ হইলে পর তিনি তদ্রুপ পানপাত্র লইয়। কহিলেন, “আমার রক্তের দ্বারা স্থিরীকৃত নূতন নিয়ম স্বৰূপ এই পাত্র ; তোমরা যত বার পান কর, তত 555