পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার । 8ግ কহিল, হে প্রভো, যদি আপনি বটেন, তবে অামাকে আপনকার নিকটে জলের উপরে যাইতে অজ্ঞ করুন। ২৯ তাহাতে তিনি আসিতে আজ্ঞা করিলে পিতর নৌকাহইতে নামিয়া যীশুর নিকটে যাইতে জলের উপরে হাটিল । ৩• কিন্তু প্রচণ্ড বায়ু দেখিয়া ভয়েতে জলে ডুবিতে লাগিল; অতএব উচ্চৈঃস্বরে ডাকিয়া কহিল, হে প্রভো, অামাকে ৩১ রক্ষা করুন । যীশু তৎক্ষণাৎ হস্ত বিস্তার করিয়া তাহাকে ধরিয়া কহিলেন, হে অপবিশ্বাসি, তুমি কেন সন্দেহ ৩২ করিলা ? অনন্তর তাহারা নেীকারোহণ করিলে বাতাস ৩৩ নিবৃত্ত হইল । তখন যাহার নৌকায় ছিল, তাহার আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, যথার্থ তুমিই ঈশ্বরের পুত্ৰ । ৩৪ পরে তাহারা পার হইয়া গিনেষরৎ নামক প্রদেশে ৩৫ উপস্থিত হইলে পর তথাকার লোকেরা তাহার পরিচয় পাইয়। সেই দেশের চতুর্দিগে সংবাদ পাঠাইয়া, যে স্থানে যত পীড়িত ছিল, তাবৎকেই তাহার নিকটে ৩৬ অ্যানাইল । আর র্ত হার বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করিতে বিনতি করিলে যত লোক তাহ স্পর্শ করিল, সকলেই সুস্থ হইল । o ১৫ অধ্যায় । ১ অধ্যাপক ও ফিরুশিদের প্রতি অনুযোগ ১০ ও মনুষ্য অপবিত্র হওনের কারণ নির্ণয়, ২১ ও এক কিনানীয় স্ত্রীর কন্যার সুস্থ করণ ২১ ও অনেক২ লোকের সুস্থ করণ ৩২ ও সাত রুট ও অলপ মৎস্যদ্বারা চারি সহসু লোককে ভোজন করাওন। - ১ অপর যিৰূশালম্ নগরীয় কতক অধ্যাপক ও ফিন্ধ ২ যীশুর নিকটে আসিয়া কহিল, তোমার শিষ্যগণ কি জন্যে অধেীত হস্তে ভোজন করিয়া প্রাচীনদের পরম্পরাগত 47